<p>কৃষক তার ফসল উৎপাদন ব্যবস্থাপনায় গ্রহণযোগ্য আধুনিক প্রযুক্তি অনুসরণ করেন না,সঠিক সময়ে করণীয় বিষয়ের তথ্যাদি অনেক ক্ষেত্রে জানেন না । আকস্মিকভাবে মাঠে কোন বালাই এর প্রাদুরভাব অথবা প্রাকৃতিক দুর্্যোগ হলে তাৎক্ষনিক করণীয় বিষয় নিয়ে বিভ্রান্ত থাকে ।</p>
<p>১। মোবাইল নাম্বারসহ কৃষকের Database তৈরি করে UAO কার্যালয়ে সংরক্ষণ করতে হবে ।</p> <p>২। মৌসুম ভিত্তিক সাপ্তাহিক/পাক্ষিক/মাসিক বিশেষ কৃষি সংক্রান্ত বার্তা UAO (Innovation Team সহ) নির্ধারণ করবেন ।</p> <p>৩। যথানিয়মে বার্তাটি Group sms এর মাধ্যমে Text ও Audio আকারে কৃষকের মোবাইলে পাঠানো হবে ।</p> <p>৪। Content/sms এর বিষয়বস্তু নির্বাচন/নির্ধারন চলমান গুরুত্বপূর্ণ কৃষি কর্মকান্ড ভিত্তিক হবে ।</p> <p>৫। মাঠে বিরাজমান ফসল ও তার বালাই সংক্রান্ত কৃষকের সমস্যাগুলো মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়মিত ভাবে উপজেলা কৃষি অফিসারকে অবহিত করবেন ।</p> <p>৬। সপ্তাহে অন্তত একদিন সংশ্লিষ্ট ব্লকে SAAO প্রেরিত বার্তা সংক্রান্ত প্রতিবেদন UAO দপ্তরে দাখিল করবেন ।অর্থাৎ প্রেরিত কৃষি বার্তা কতজন কৃষক দেখেছেন,কতজন সে তথ্য অনুসরণ করেছেন বা করবেন বলে জানিয়েছেন তার তথ্য দিবেন । </p>