প্রকল্প সমূহ

দূর্গম এলাকার জুম চাষিদের পরিবার পরিকল্পনা সেবা প্রদান নিশ্চিতকরণ
‘ক’ তফশিলভূক্ত অর্পিত সম্পত্তির লীজমানি আদায় ও নবায়ন প্রক্রিয়া

‘ক’ তফশিলভূক্ত অর্পিত সম্পত্তির লীজমানি আদায় ও নবায়ন প্রক্রিয়া।


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>নিজ অধিক্ষেত্রসহ সমগ্র বাংলাদেশ।</p> <p>লীজ গ্রহিতা ও সরকার।</p> <p>যর্থাযর্থভাবে লীজ আদায় না হওয়া।</p> <p>আর্থিক ক্ষতি।</p> <p>নিজ অধিক্ষেত্রে ৫৮ টি নথি।</p> <p>গ্রাহকদের সম্পর্কে সঠিক তথ্যের ঘাটতি ও নথি ব্যবস্হাপনার দূর্বলতা।</p>

<p>উপজেলাধীন সকল ভিপি নথির একটি স্বয়ংসম্পূর্ণ ডাটাবেজ তৈরি করা।</p> <p>১লা বৈশাখ হতে ৩০শে বৈশাখের মধ্যে প্রত্যেক লীজ গ্রহীতাকে SMS/ নোটিশ প্রদান।</p> <p>প্রত্যেক ULAO কে বাধ্যতামূলকভাবে ১লা বৈশাখ হতে ৩০ শে জ্যৈষ্ঠ এর মধ্যে লীজ গ্রহীতার আবেদনের প্রেক্ষিতে বা     স্বত: প্রনোদিত হয়ে প্রতিবেদন প্রেরণ নিশ্চিত করা।</p> <p>প্রতিবেদন এবং লীজ গ্রহীতার আবেদন প্রাপ্তির পর অতিদ্রুততার সহিত নথি উপস্হাপনপূর্বক উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক অনুমোদন।</p> <p>লীজমানি আদায়/ নবায়ন  করা।</p>