প্রকল্প সমূহ

বালাইনাশক লাইসেন্স ইস্যু ও নবায়ন পদ্ধতি
“ডিজিটাল কৃষি প্রশিক্ষণ সেবা”

রোগীদের আলট্রাসনোগ্রাম সেবা চালু ও ধারাবাহিকভাবে সেবা প্রাপ্তি নিশ্চিতকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p style="margin-left:.4in">আলট্রাসনোগ্রাম মেশিন সরবরাহ থাকা সত্তেও সনোলজিষ্ট ও সহযোগী ষ্টাফের অভাব, কক্ষ ও আসবাবপত্রের সংকট, কম্পিউটার ও প্রিন্টার এর সংকট এবং প্রিন্টিং পেপার ও জেলীর অভাবে   হাসপাতালে আল্ট্রাসনোগ্রাম সেবা চালু করা সম্ভব না হওয়ায়  রোগীদের বিশেষ করে ANC সেবা নিতে আসা গর্ভবতী মায়েদের প্রাইভেট ক্লিনিকে আল্ট্রাসনোগ্রাম করতে হয়। ফলে মায়েরা হয়রানির শিকার হন, সময়ক্ষেপণ হয়, অধিক অর্থ খরচ হয়, কিন্তু মান সম্মত রিপোর্ট পান না।</p>

<p>v হাসপাতালে আলট্রাসনোগ্রাম চালু করে রোগীদের আল্ট্রাসনোগ্রাম    </p> <p>      সেবা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয় ।</p> <p>v  সমস্যাবলী চিহ্নিত করা হয় এবং সমাধান করা হয় ।</p> <p>v  মৌখিক ভাবে এবং বিলবোর্ড ও ফেস্টুন ইত্যাদির মাধ্যমে প্রচারনা </p> <p>     চালনা হয় ।</p> <p>v  সরকার নির্ধারিত ফি অফিসে ও অফিসের বাহিরে টাঙ্গানো হয় ।</p> <p>v  রোগীদের আল্ট্রাসনোগ্রাম করার প্রয়োজনীয় পরামর্শ সাপেক্ষে       </p> <p>    নির্ধারিত ফি এর বিনিময়ে আল্ট্রাসনোগ্রাম করানো হয় । </p>