<p><u>বিদ্যমান সমস্যা</u><br /> ১। আবেদন কোথায় ও কিভাবে করবে তা জানেনা।<br /> ২। লাইসেন্স পেতে সময় বেশি লাগে।<br /> ৩। লাইসেন্স ইস্যু ও নবায়নের জন্য বারবার যাতায়াত করতে হয়।<br /> ৪। লাইসেন্স এর মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়।</p> <p><u>সমস্যার মূল কারণ</u><br /> ১। লাইসেন্স সম্পর্কিত তথ্য, পদ্ধতি ও তথ্য প্রবাহ না থাকা।<br /> ২। ম্যানুয়াল পদ্ধতিতে কার্যক্রম সম্পন্ন হওয়া।<br /> ৩। তদন্ত, ইস্যু ও নবায়ন এর তথ্য না পাওয়া।<br /> ৪। ফাইল হস্তান্তরে দীর্ঘসূত্রিতা।</p> <p><strong>সমস্যার বিবৃতি</strong> বালাইনাশক লাইসেন্স ইস্যু ও নবায়নের আবেদন সর্ম্পকিত প্রয়োজনীয় তথ্য,পদ্ধতি ও তথ্য প্রবাহ না থাকা, ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন এবং ফাইল হস্তান্তরে দীর্ঘসূত্রিতার কারণে আবেদনকারীকে অফিসে বারবার যাতায়াত করতে হয় । এতে অতিরিক্ত অর্থ ব্যয় হয় এবং লাইসেন্স পেতে সময় বেশি লাগে।</p>
<p>১। বালইনাশক লাইসেন্স ইস্যু ও নবায়নের জন্য পদ্ধতি ও তথ্য উপজেলা কৃষি অফিস ও ইউনিয়ন ডেভেলপমেন্ট সেন্টারে ডিজিটাল ব্যানারে ডিসপ্লে ও ফেস্টুন করা হবে । সেবা গ্রহিতা ওয়েবসাইটে আবেদন করবেন।<br /> ২। কৃষি সম্প্রসারণ অফিসার তদন্তের নির্ধারিত সময় মোবাইলে জানিয়ে তদন্ত করবেন। উপজেলা কৃষি অফিসার কর্তৃক প্রদত্ত তদন্তের ফলাফল মোবাইলে গ্রাহককে জানানো হবে এবং ফলাফল ইতিবাচক হলে ওয়েবসাইটে ফরম পূরন করতে হবে ।<br /> ৩। এরপর উপপরিচালকের কার্যালয়ে লাইসেন্সে ইস্যূ ও নবায়ন বিষয়ে সিদ্ধান্ত দিয়ে উপজেলা কৃষি অফিসে পাঠাবে। লাইসেন্স এর ডাটাবেজ তৈরি করে মোবাইলের মাধ্যমে সেবা গ্রহীতাকে জানিয়ে দেয়া হবে।<br /> ৪। লাইসেন্স এর মেয়াদ শেষ হওয়ার ৩০ দিন পূর্বে Automatic sms এর মাধ্যমে সেবা গ্রহীতাকে জানিয়ে দেয়া হবে।</p>