<p>প্রশিক্ষনের লক্ষ্যমাত্রার সীমাবদ্ধতা , প্রশিক্ষনে আধুনিক প্রশিক্ষণ সামগ্রী এবং পর্যাপ্ত সহায়তা সরঞ্জাম ব্যবহার করা হয় না অর্থাত আধুনিক প্রযুক্তি ব্যবহার না করে প্রচলিত উপায়ে প্রশিক্ষণ প্রদানের ফলে অনেক সময় নষ্ট হওয়ায় কৃষকের অনাগ্রহ । সময়মত প্রযুক্তি সর্ম্পকে অবগত না হওয়ায় ফসলের উৎপাদন কমে যায় এবং গুণগত মানের ফসল উৎপাদন সম্ভব হয় না, ফলে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়।</p>
<p>উপজেলা কৃষি অফিস বা কৃষকের চাহিদা মোতাবেক প্রশিক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করবে ।</p> <p>উপজেলা কৃষি অফিসে একটি ডিজিটাল প্রশিক্ষণ কক্ষ থাকবে (তবে প্রয়োজনে কৃষকের সুবিধামত স্থানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে ) ।</p> <p>প্রশিক্ষণের বিষয় নির্বাচন (E.G Use of balanced fertilizer & less pesticide in potato cultivation)</p> <p>কৃষকগ্রুপ তৈরি বা অংশগ্রহণকারী ২ জন বা ৫ জন যাই হোক না কেনো তাৎক্ষনিকভাবে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হবে ।</p> <p>বিভিন্ন ফসল, আধুনিক প্রযুক্তি এবং বিভিন্ন সমস্যা সংক্রান্ত সকল অডিও ভিজুয়াল ডকুমেন্ট আগেই তৈরি করে নেওয়া হবে ।</p> <p>সপ্তাহে একটি দিন প্রশিক্ষণ প্রদানের জন্য নির্ধারণ করে রাখা হবে ।</p> <p>প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন ।</p> <p>ফিডব্যাক ।</p> <p>পরবর্তী কাযক্রম গ্রহণ । </p> <p>A2i এর Innovation কার্যক্রম ও অন্যান্য যে সকল ই-কৃষির কার্যক্রম হয়েছে সেগুলোর সাথে কৃষককে পরিচয় করিয়ে দেওয়া সেগুলোর সর্বোত্তম ব্যবহার করে কৃষককে প্রশিক্ষণ প্রদান করা হবে । আর তাই এর জন্য ডিজিটাল প্রশিক্ষণ সেবা কেন্দ্রের বিকল্প নেই ।</p> <p>কৃষক যাতে পরবর্তীতে যোগাযোগ করতে পারে তার জন্য হেল্পলাইন থাকবে এবং হেল্পলাইন নাম্বারটি কৃষকদের কাছে প্রচারের ব্যবস্থা করা হবে ।</p> <p>পরবর্তীতে পশুপালন ও মৎস্য অধিদপ্তরের সাথে যোগাযোগের মাধ্যমে এই ডিজিটাল প্রশিক্ষণ সেবা কেন্দ্র থেকে কৃষক যাতে পশু-পালন ও মৎস্য সংক্রান্ত প্রশিক্ষণ পেতে পারে সে ব্যবস্থাও করে হবে ।</p> <p style="margin-left:.25in"> </p> <p> </p>