<p>কৃষকের অজ্ঞতা</p> <p>প্রথাগত পদ্ধতির বাইরে না যাওয়া মূল্য সম্পর্কে তিক্ত অভিজ্ঞতা।</p> <p><strong>উৎপাদিত</strong> <strong>পণ্য</strong> <strong>নিয়ে</strong> <strong>ভোগান্তি</strong></p> <p>দালাল চক্র ও পরিবহন প্রাপ্তির অনিশ্চয়তা</p> <p>পরিবহন সিন্ডিকেট অধিক মূল্য অর্জন।</p> <p><strong>আর্থিক</strong> <strong>ক্ষতি</strong></p> <p>ফড়িয়া ও সঠিক সংরক্ষনের অভাব।</p> <p>কৃষককে সরাসরি বাজারে প্রবেশে বাধা সংরক্ষনের সঠিক ব্যবস্থা নেই।</p> <p><strong>নিরাপত্তাহীনতা</strong></p> <p>মূল্য নির্ধারনে সিন্ডিকেট</p> <p>মূল্য ব্যবস্থা নিশ্চিত নয়।</p> <p>পরিবহন ব্যবস্থায় অনিয়ম</p> <p>টোল/চাঁদাবাজি</p> <p>আইনশৃঙখলা বাহিনীর সহায়তা না পাওয়া</p> <p>কৃষকের মূল বাজারে প্রবেশে বাঁধা</p> <p>সঠিক সুরক্ষা ব্যবস্থা নেই।</p> <p> </p>
<p style="margin-left:0.25in"> * উপ যুক্ত চাষী নির্বাচন করে</p> <p style="margin-left:0.25in"> * নির্বাচিত চাষীদের প্রশিক্ষণ প্রদান</p> <p style="margin-left:0.25in"> * প্রশিক্ষণ প্রাপ্ত চাষীদের পণ্য উৎপাদন প্রক্রিয়ায থাযথভাবে মনিটরিং করা</p> <p style="margin-left:0.25in"> * পণ্য গ্রহণকারী নির্বাচন করে পণ্য সংগ্রহ, বাছাই, গ্রেডিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা</p> <p style="margin-left:0.25in"> * উৎপাদনকারীর সাথে ইজারাদার, বাজার কমিটির সাথে সর্ম্পক উন্নয়ন করা</p> <p style="margin-left:0.25in"> * ক্রয়কারী ব্যক্তি/ এজেন্সির সাথে সংযোগ স্থাপন করা</p> <p style="margin-left:0.25in">এসব সেবা প্রদান নিম্নবর্ণিত বিষয়ে গুরুপ্ত প্রদান করা হবেঃ</p> <p>Help Desk স্থাপন</p> <p>বাজারজাতকারী বিভিন্ন সংস্থা/ প্রতিষ্ঠানের একটি ডাটাবেজ তৈরী</p> <p>প্রশিক্ষণ প্রদান ও মাটিভেশন</p> <p>মনিটরিং, আপডেট করা ও আপগ্রেড করা</p>