<p>অডিট সম্পাদন সম্পর্কে (জুলাই-মার্চ)বাধ্যবাধকতা জ্ঞান না থাকা, অডিট ম্যানুয়াল সম্পর্কে জ্ঞান না থাকা, ভীতি কাজ করা, অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় এবং যথাযথ প্রশিক্ষণের অভাব ।</p>
<p>পরিকল্পনা মোতাবেক অডিট ক্যালেন্ডার প্রস্তুতপূর্বক বিলবোর্ড প্রদর্শন পরবর্তী সমবায় সমিতি গুলোকে পুর্বেই অডিট সম্পাদনের নির্ধারিত মাস সম্পর্কে ধারণা লাভ করে । সে মোতাবেক নোটিশ পরবর্তী চেকলিস্ট অনুযায়ী নির্ধারিত তারিখ ও সময়ে অডিট অফিসারের নিকট যথাযথভাবে হিসাব তথ্যাদি উপস্থাপন করে । উক্ত উপস্থাপিত রেকর্ড ও হিসাব পত্রাদির ভিত্তিতে অডিট অফিসার সমবায় আইন ও বিধির আলোকে অডিট প্রক্রিয়া সম্পন্ন করেন ।</p>