প্রকল্প সমূহ

সমবায় সমিতির অডিট কার্যক্রম সহজীকরণ
আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের ঋণ প্রদান কার্যক্রম দ্রুত করণ।

ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র (UDC) ব্যবহার করে মাছচাষ সেবা প্রদান।


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p>সিলেট সদর উপজেলার মাছচা<strong>ষীরা</strong> অফিসে এসে সময়মত <strong>সেবা</strong> <strong>প্রদানকারীর</strong> <strong>সাক্ষাৎ</strong> <strong>না</strong> পাওয়ার কারনে <strong>মৎস্য</strong> <strong>চাষে</strong> <strong>বিভিন্ন</strong> <strong>সমস্যার</strong> <strong>সমাধান</strong> <strong>না</strong> <strong>পাওয়ায়</strong> তাদের  <strong>মাছচাষ</strong> <strong>ব্যাহত</strong> <strong>হয়</strong> <strong>।</strong> মৎস্য কর্মকর্তার সাথে সহজে যোগাযোগ করতে পারে না বলে তাদের  সময়, অর্থ ক্ষতি ও হয়রানি শিকার হতে হয়। এত মাছচাষের প্রতি অনাগ্রহ তৈরি হয়। ফলে সার্বিকভাবে মৎস্য উৎপাদন ব্যাহত হয়।<br />  </p>

<p>সিলেট সদর উপজেলার মৎস্য দপ্তরের মৎস্যচাষীদের সেবা প্রদানের জন্য একটি ইউনিয়ন বাচাই করা হবে। সে ইউনিয়নের প্রতিটি মৎস্যচাষীর ডাটাবেজ তৈরি করে তাদের সেবা প্রদান করা হবে। ডাটাবেজ তৈরির সময় প্রতিটি মৎস্যচাষীর প্রাথমিক তথ্য সংগ্রহ করা হবে।</p> <p>UDC এ ইউনিয়ন মৎস্য সম্প্রসারণ প্রতিনিধির জন্য একটি কক্ষের ব্যবস্থা করা হবে এবং তাকে মাছচাষ সেবা প্রদানের জন্য প্রয়োজণীয় জিনিসপত্র দেয়া হবে।</p> <p>মৎস্য দপ্তরের এই সেবা প্রক্রিয়ায় প্রতিটি গ্রাম, ওর্য়াডের স্থানীয় জনপ্রতিনিধিকে সম্পৃক্ত করা হবে যাতে মাছচাষীরা সহজে মৎস্য কমকর্তার সাথে যুক্ত হতে পারে। অর্থাৎ ইউনিয়ন পরিষদের সকল সদস্যের সম্পৃক্ততায় মৎস্য অফিসের সাথে একটি ডিজিটাল চেইন তৈরী করা হবে যাতে যেকোন মৎস্যচাষী তার বাড়িতে বসেই সেবা পেতে পারে। মৎস্য অফিসের বিভিন্ন সেবা সর্ম্পকে ডিজিটাল উপায়ে তাদেরকে জানানো যাবে। মৎস্য কমকর্তা ইউনিয়নে জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করে প্রতি মাসে ১দিন মৎস্য সেবা প্রচারকরণ ও সেবা দিবস উদযাপন করবে। এতে মৎস্যচাষ সেবা সর্ম্পকে জনসাধারণ উদ্বুদ্ধ হবে এবং সার্বিকভাবে মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে। </p> <p>মৎস্যচাষীরা মাছচাষ সর্ম্পকিত সমস্যা নিয়ে UDC তে এসে ইউনিয়ন মৎস্য সম্প্রসারণ প্রতিনিধির কাছে তার সমস্যার বিবরণ দিলে সাথে সাথে সে সমস্যার সমাধান দিতে পারবে। যেমন-কোন মৎস্যচাষী যদি তার পানি পরীক্ষা করাতে আসে তবে তাকে ইউনিয়ন মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি পানি পরীক্ষা করে দিতে পারবে। তাদেরকে আর কষ্ট করে অফিসে আসতে হবে না। ফলে মৎস্যচাষী তার সেবা সহজেই পেয়ে বাড়ি চলে যাবে।</p> <p>তারপরও সেবা গ্রহীতার পানি পরীক্ষার সমস্যা সমাধান না হলে ইউনিয়ন মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি/UDC এর ক্যামেরার মাধ্যমে ছবি তুলে সরাসরি মৎস্য কর্মকর্তার whatsapp, email, facebook, পাঠাতে পারবে। এই তথ্যগুলো মৎস্যচাষী ইউনিয়ন মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি/UDC এর নিকট থেকে জানতে পারবে। মৎস্য কর্মকর্তা যেখানেই থাকুক তিনি এর সমাধান দিতে পারবে।</p> <p>মৎস্যচাষী মৎস্য কর্মকর্তার  Vedio conferencing এর মাধ্যমে সেবা সম্পর্কে আরো বিস্থারিত জানতে পারবে যা তার কাছে সহজলভ্য। মৎস্য কর্মকর্তা পরবর্তীতে মৎস্যচাষীর পুকুর পরিদর্শন করবে। ফলে মৎস্যচাষী তার সেবা সহজেই পেয়ে যাবে। তাদেরকে আর কষ্ট করে অফিসে আসতে হবে না।  এত মৎস্যচাষীর অফিসে আসার কায়িক প্ররিশ্রম, সময়, খরচ ও হয়রানির শিকার হতে হবে না।</p> <p><strong>*নিম্নলিখিত</strong> <strong>উপায়ে</strong> <strong>এই</strong> <strong>কাজ</strong> <strong>সম্পন্ন</strong> <strong>করা</strong> <strong>হবেঃ</strong></p> <p>১. ইউনিয়নের সকল মৎস্যচাষীর প্রাথমিক তথ্য সংগ্রহ করা ও ডাটাবেজ তৈরি করা।</p> <p>২. ইউনিয়ন মৎস্য সম্প্রসারণ প্রতিনিধির কক্ষ প্রদান।</p> <p>৩. ইউনিয়ন মৎস্য সম্প্রসারণ প্রতিনিধির কাছে পরীক্ষার যন্ত্র (pH মিটার, Water analysis kit, DOমিটার) প্রদান।</p> <p>৪. ডিজিটাল ক্যামেরা, মডেম, ল্যাপটপ প্রদান।</p> <p>৫. ইউনিয়নে জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করে মৎস্য সেবা প্রচারকরণ ও সেবা দিবস উদযাপন করা।</p> <p>৬. নিয়মিত তদারকি, সংযোজন করা</p>