প্রকল্প সমূহ

কচুরিপানার সমস্যা ও কচুরিপানার হস্তশিল্প
A Real-Time Video-Based Adaptive Vehicle Counting, Speed Measurement and Classification Tool

স্বয়ংক্রিয়ভাবে মাছের রোগ নির্ণয় ও প্রতিকার


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">বর্তমানে ক্রমবর্ধমান মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বিশেষ প্রতিবন্ধকতা হল মাছের রোগ বালাই। চাষিরা প্রত্যন্ত এলাকায় থাকার কারনে তারা এই মাছের রোগ নির্ণয় ও প্রতিকার সংক্রান্ত সেবা থেকে অনেকাংশে বঞ্চিত হন।</span><br></p><div><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;"><br></span></div>

<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">শুধুমাত্র চাষি/ব্যবহারকারী রোগাক্রান্ত মাছের একটি ছবি উঠানোর মাধ্যমে ডেটা এনালিসিস, পিক্সেল এনালিসিস এবং ডেটা ম্যানিপুলেশন এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মাছের রোগ নির্ণয় করা যাবে এবং রোগের মাত্রা অনুযায়ী ঔষধের ডোজ নির্ণয় করা যাবে এবং জিপিএস এপিআই ব্যবহার করে চাষি/ব্যবহারকারীর স্থান নির্ণয় করা যাবে এবং পরবর্তীতে মাছের ঔষধ বিক্রেতার দোকানের ডেটাবেইজ (এপ্লিকেশনের সাথে লিংকড থাকবে) থেকে স্বয়ংক্রিয়ভাবে দোকানির নাম্বারে কল চলে যাবে এবং এসএমএস এর মাধ্যমে ডোজ টি চলে যাবে। দোকানি সাথে সাথে তার লোক দিয়ে চাষির পুকুরে পৌঁছে দিবে তার প্রতিনিধির মাধ্যমে (এজন্য তাকে আলাদা পে করা হবে)। এবং এই পুরা কাজটি করতে সময় লাগবে ৩০ সেকেন্ড + দোকানির ঔষধ নিয়ে আসতে যতটুকু সময় লাগে। এই প্রযুক্তি ব্যবহার করলে বিনা পয়সায় বাংলাদেশের যে কোন জায়গা থেকে একজন নন-টেকনিক্যাল পার্সনও মাছের রোগ নির্ভূলভাবে নির্ণয় করতে পারবেন।</span><br></p><div><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;"><br></span></div>