প্রকল্প সমূহ

Easy Metal Cutter
Development of Rapid Hepatitis Screening Panel for hepatitis elimination by 2030

Auto Folding Shade


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে হাজার হাজার রাইচ মিল ও ইটভাটা প্রাকৃতিক উপায়ে রোদে ধান ও ইট শুকানো হয়। এখানে সব থেকে বড় সমস্যা হলো বৃষ্টি হলে ধান ও কাচা ইট বৃষ্টিতে ভিজে যায় যার আর্থিক ক্ষতির পরিমান অনেক। এজন্য বানিজ্যিক প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির সম্মূখীন হয়। তাতক্ষনিক বৃষ্টির সময় পলিথিন পেপার বা অন্যকোন উপায়ে ধান বা কাচা ইট ঢাকার চেষ্টা করা হয়। অনেক ক্ষেত্রে তা সফল হয় না। অত:পর ক্ষতির সম্ভাবনা থেকেই যায়। উপরোক্ত সমস্যা সমাধানের জন্য আমি উদ্ভাবন করেছি- অটোফোল্ডিং সেড যার দ্বারা বৃষ্টির সময় মাত্র 20 সেকেন্ডের মধ্যে ধান বা ইট ছড়ানো উঠানের উপর বিশাল আকারের ফেব্রিক্স সেড তৈরী হবে। বৃষ্টি শেষ হলে মটর সুইচ অন করে পুনরায় সেড ফোল্ডিং করে উন্মুক্ত আকাশ বা রোদ পাওয়া যাবে। অত:পর বাংলাদেশের হাজার হাজার রাইচ মিল ও ইট ভাটাকে আধুনিকি করনের মাধ্যমে ধান, ফসল বা ইট শুকানোর প্রতিবন্ধকতা দুরিকরনই এ প্রকল্পের উদ্দেশ্য।</span><br></p><div><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;"><br></span></div>

<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">ধানের চাতালে ছড়ানো ধান বা কাচা ইট বৃষ্টির থেকে রক্ষার আধুনিক কোন পদ্ধতি নাই। এ সমস্যা সমাধানের জন্য আমি উদ্ভাবন করেছি অটো ফোল্ডিং সেড যা দ্বারা রোদ্রজ্জল দিনে উঠানে রোদ পাবে কিন্তু বৃষ্টির সময় সেডের মটর সুইচ অন করলে তাতক্ষনিক ফেব্রিক্স সেড তৈরী হবে ফলে চাতালে ছড়ানো ধান বা কাচা ইট বৃষ্টির থেকে রক্ষা পাবে, বৃষ্টি শেষে পুনরায় মটর সুইচ অন করে ফেব্রিক্স সেড রোল করে রাখা যাবে। বৃষ্টির কারনে ধানের চাতালে বা ইট ভাটায় যে পরিমান সময়, শ্রম ও আর্থিক ক্ষতি হয় আমার উদ্বাবিত পদ্ধতি সবগুলি সমস্যার সমাধান করবে।</span><br></p>