প্রকল্প সমূহ

Digital Wireless Nurse Call System
Auto Folding Shade

Easy Metal Cutter


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">সমস্যার বিবরণঃ বাংলাদেশ সকল শহর ও গ্রামে হাজার হাজার ইউন্ডো গ্রিল তৈরীর কারখানা বা ওয়েল্ডিং কারখানা রয়েছে। এ ছাড়া বিল্ডিং তৈরীর কাজে ব্যবহৃত হয় বিভিন্ন ডায়ামিটারের রড এবং উইন্ডো গ্রিল তৈরির কাজে ব্যবহৃত হয়- ফ্লাটবার, স্কয়ারবার, জেডবার এ্যাঙ্গেল ইত্যাদি। উল্লেখিত সকল প্রকার ধাতব পদার্থ কাটতে হয় হাজার হাজার টুকরা। এ সকল পদার্থ কাটার জন্য প্রচলিত মান্ধাতা আমলের ছেনী ও ভারি হাতুরী ব্যবহৃত হয়। যা অত্যন্ত ঝুকিপূর্ণ ও সময় সাপেক্ষ। আধুনিক মেটাল কাটার ইলেকট্রিকস ও হাইড্রোলি কাটিং মেশিনের মূল্য বেশি হওয়ার কারনে সংশ্লিষ্ট সবাই তা ক্রয় বা ব্যবহার করতে পারে না। ইলেকট্রিক-স এর কাটিং খরচও বেশি হয়। এ জন্য 95% কারখানায় শ্রমিকরা হাতুড়ী ছেনী ব্যবহার করে কায়িক শ্রমে ঝুকিপূর্ণ কাজ করে থাকে। উল্লেখিত সমস্যার কথা চিন্তা করে বাংলাদেশের সংশ্লিষ্ট শ্রমিকদের জন্য আমি উদ্ভাবন করেছি Easy Metal Cutter যা দ্বারা হাতলে চাপ দিয়ে সহজেই কাটা যাবে এম এস রড ফ্লাটবার, এ্যাঙ্গেল ইত্যাদি। এই যন্ত্র দ্বারা 10জন শ্রমিকের কাজ মাত্র 2 জনে করতে পারবে খুব সহজে। এই যন্ত্র ব্যবহারের মাধ্যমে স্বল্প সময় ও শ্রমে অনেক বেশী কাজ করতে পারবে। ফলে তাদের আয় পূর্বের তুলনায় অনেক বেশী হবে এবং তাদের অর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।</span><br></p><div><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;"><br></span></div>

<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">সমাধানঃ ইমারত বা বিল্ডিং কাজে রড, ফ্লাটবার, স্কয়ারবার, জেডবার, এ্যাঙ্গেল, কাটার কঠিন শ্রম সাধ্য ও সময় সাপেক্ষ কাজকে সহজ করার জন্য আমি উদ্ভাবন করেছি 2টি যন্ত্র প্রথমটি হলো Hand Driven Easy Metal Cutter যা দ্বারা হাতের চাপ প্রয়োগ করে খুব সহজে ও দ্রুত 1মি.মি. থেকে 20মি.মি. পর্যন্ত ফ্লাটবার, স্কয়ারবার, এ্যাঙ্গেল রড কাটিং করা যাবে। 10 জনের কাজ 2 জনে করা যাবে। এর মূল্য মাত্র 5 হাজার টাকা। 2য়টি হলো Motor Driven Easy Metal Cutter এটি মটর পাওয়ার দ্বারা পরিচালিত হবে। যা দ্বারা ২ মি.মি. থেকে 40 মি.মি. ডায়া মিটার এম.এস.স্যাপ, রড, এ্যাঙ্গেল, স্কয়ারবার ইত্যাদি অতি দ্রুত কাটিং করা যাবে। এই মেশিন দ্বারা 50জন শ্রমিক এর কাজ মাত্র 1 জনে করা সম্ভব। এ মেশিনের মূল্য হবে মাত্র 20/25 হাজার টাকা। এখানে আমি দুটি ভিন্ন ভিন্ন মেশিনের উল্লেখ করেছি। ১। Hand Driven Easy Metal Cutter(ছোট কারখানার জন্য 5 হাজার টাকা হবে।) ২। Motor Driven Easy Metal Cutter(ছোট, মাঝারী ও ভারী শিল্প কারাখানায় ব্যবহার উপযোগী। মূল্য 20/25 হাজার টাকা।) অত:পর উপরোক্ত দুটি মেশিন ই উল্লেখিত শ্রমিক বা কারখানার জন্য অত্যন্ত উপযোগী যা দ্বারা সময় ও শ্রম বাচিয়ে তারা অধিক আয় রোজগার করতে পারে ফলে সামগ্রীকভাবে তাদের অর্থ সামাজিক উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে।</span><br></p><div><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;"><br></span></div>