<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">আমাদের দেশে হসপিটাল গুলোতে রোগীদের তুলনায় নার্সদের সংখ্যা অনেক কম । প্রয়োজনের সময় নার্সদের কে খুজে বের করতে হয় ,তারা কখন কোথায় থাকে সেটাও খুঁজে পাওয়া কষ্টকর । ইমার্জেন্সি রোগীকে রেখে নার্সদের কে খুঁজতে হয়,রোগীদের পাশে কেউ না থাকলে নার্সদের কে ডাকার কোন উপায় থাকেনা । অপারেশনের রোগীদের এবং যারা প্রতিবন্দী ও যারা নড়াচড়া করতে অক্ষম তারা নার্সদের কে খুজে বের করতে পারেনা ।অনেক বৃদ্ধ / শারীরিক ভাবে অসুস্থ রোগী টয়লেট গিয়ে হার্ট অ্যাটাক বা কোন কারনে অসুস্থ হয়ে পরলেও নার্সদের কে ডাকতে পারে না।আমাদের নার্স কল সিস্টেম টি এই সমস্যা দূর করবে ।</span><br></p><div><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;"><br></span></div>
<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">আমাদের সিস্টেমটির দ্বারা নার্স এবং ইমার্জেন্সী টিম সহজেই রোগীদের লোকেশন খুঁজে বের করে সেবা দিতে পারবে। প্রতিটি বেডে রোগীর হাতের কাছে পুশ বাটন এবং টয়লেটে পুল বাটন থাকবে । রোগীদের নার্স প্রয়োজন হলে শুধু বাটনটিতে একটি চাপ দিবে ।নার্স স্টেশনে একটি ডিসপ্লে থাকবে এবং প্রতিটি নার্স দের হাতে স্মার্ট ওয়াচ থাকবে । এর দ্বারা কোন ওয়ার্ডের কত নম্বর রোগী কল করেছে সেটা নার্স তাদের স্মার্ট ওয়াচ দ্বারা দেখতে পারবে । নার্স তাদের স্মার্ট ওয়াচে থাকা বাটন চাপ দেয়ার মাধ্যমে জানাতে পারবে কে রোগীর কাছে আসতেছে অন্যান্য নার্সরা নোটিফিকেশন পাবে কোন নার্স রোগীর কাছে যাচ্ছে। রোগীর কাছে যাওয়ার পর নার্স রোগীর অবস্থা দেখে সিদ্ধান্ত নিবে যদি স্বাভাবিক বা অল্প কোন সমস্যা হয় তা নার্স সমাধান করে রোগীর বেডের পিছনে থাকা কেনসেল বাটন চাপ দিবে আর যদি ইমার্জেন্সী হয় রোগীর বেডের পিছনে থাকা ইমার্জেন্সী বাটন চাপ দিবে তাহলে ইমার্জেন্সী টিমের কাছে থাকা সাইরেন টি বেজে উঠবে এবং সাইরেনে থাকা ডিসপ্লে তে রোগীর লোকেশন দেখাবে যাতে ইমার্জেন্সী টিম দ্রুত রোগীকে সেবা দিতে পারে । সর্বপরি আমাদের সিস্টেমটি স্বয়ংক্রিয় রিপোর্ট বানাবে যা হসপিটাল এর পরিচালক দেখতে পারবে কোন নার্স কতটা রোগীকে সেবা দিচ্ছে বা তাদের কাছে যেতে কত সময় নিচ্ছে ইত্যাদি । সিস্টেমটি ওয়্যারলেস ,লোকাল এরিয়া নেটওয়ার্ক এর মাধ্যমে সিস্টেমটিকে চালানো হয় । ছোট বড় সব হসপিটালে খুব সহজেই ইন্সটল করা যাবে।</span><br></p><div><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;"><br></span></div>