<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">কিশোর-কিশোরির কখন কি প্রয়োজন, কিশোরির টিকা কখনি দিতে হবে, নব দম্পতির কখন কোন পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করবে, কার জন্য কোন পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহনযোগ্য, গর্ভাবস্থায় কি করনিয়,গর্ভাবস্থায় কখন চেকাপ করার জন্য স্বাস্থ কেন্দ্রে আসতে হবে, ইউনিয়ন স্বাস্থ ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা প্রসব সেবা পেতে কি কি করতে হবে। প্রসব পরবর্তি পরিবার পরিকল্পনা কি কি, শিশুর টিকা কখন থেকে শুরু করতে হয়, কখন কখন টিকা দিতে হয় ইত্যাদি বিষয়ে সাধানণ মানুষের তেমন আইডিয়া নেই। তাই এই সকল সেবা পেথে অনেকের ভুগান্তি পেত হয়, এমনকি তার নিকটস্থ গ্রাম বা ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ ও পরিবার কল্যান সহকারীর সাথেও যোগাযোগ করতে পারেননা।</span><br></p><div><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;"><br></span></div>
<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">সাধারণ মানুষ কম খরচে প্রযুক্তি ব্যবহার করে কিভাবে পরিবার পরিকল্পনা বিভাগের সেবা গ্রহণ করতে পারে এই লক্ষে একটি এ্যাপ তৈরি করি, এই এ্যাপ থেকে সহজেই সেবা গ্রহিতা তার নিকটস্থ গ্রাম বা ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ ও পরিবার কল্যান সহকারীর সাথে যোগাযোগ করতে পারবেন, কিশোর-কিশোরি, নবদম্পতি, গর্ভবতী মায়ের স্বাস্থ, গর্ভবতী মায়ের প্রসব, গর্ভবতী মায়ের চেকাপ, শিশুর টিকা ইত্যাদি বিষয়ে বিস্তারি সেবা ও ধারণা নিতে পারবেন। সেবা না পেলে কার কাছে অভিযোগ করতে হবে। এই এ্যাপ থেকে কিশোরগঞ্জ সদর উপজেলার সাধারণ মানুষ তার পাশের পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকা, স্যাকমো, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে সহজেই যোগাযোগ করতে পারবে এবং পরিবার পরিকল্পনা বিষয়ে বিভিন্ন তথ্য পাবেন।</span><br></p><div><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;"><br></span></div>