প্রকল্প সমূহ

Agrovet Solution
পরিবার পরিকল্পনা সহায়িকা মোবাইলে এ্যাপ

মেধাভিত্তিক প্রশাসন বিনির্মাণে নলেজ-শেয়ারিং প্লাটফরম


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">প্রশাসন সরকারব্যবস্থার কেন্দ্রবিন্দু হিসেবে সরকারের সকল উন্নয়নমূলক গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা প্রণয়ণে সহযোগিতা প্রদান, নীতিমালা প্রণয়ন, গৃহীত কর্মসূচির বাস্তবায়ন, পরীবিক্ষণ ও মূল্যায়নের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। সরকারের মূল কাজের অংশ হিসেবে প্রতিটি স্তরেই প্রয়োজন যথেষ্ট তথ্য, বিশ্লেষণ, সমরূপ ক্ষেত্রে বৈশ্বিক অনুশীলনের সাথে তুলনামূলক বিচার, দেশীয় চাহিদা ইত্যাদি। চাহিদামাফিক সুনির্দিষ্ট তথ্যের অভাব, প্রত্যেক কর্মকর্তার সক্ষমতা চিহ্নিতকরণে সমস্যা, ক্রমপ্রবর্তিত জাতীয় ও স্থানীয় নতুন নতুন উদ্ভূত চ্যালেঞ্জের বিপরীতে সঠিক ও কার্যকরী সিদ্ধান্ত গ্রহণে চাহিদা ও যোগানের মধ্যে পার্থক্য ইত্যাদি প্রথাগত প্রশিক্ষণের আওতায় সম্ভব হচ্ছেনা বলে অনেকেই মনে করেন। কারণ- • একাডেমি বা বিপিএটিসিতে প্রথাগত টেক্সট ও লেকচারভিত্তিক প্রশিক্ষণে লব্ধ জ্ঞান প্রশিক্ষণার্থীরা স্বল্প সময়ে ভুলে যায় এবং প্রশিক্ষণ সামগ্রী সংগ্রহে থাকেনা; • প্রথাগত প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান, অর্জিত দক্ষতার অধিকাংশ তাত্ত্বিক প্রকৃতির এবং প্রাত্যহিক ও ক্রমপরিবর্তিত বাস্তব সমস্যার সাথে এর সংযোগ খুব বেশি থাকে না; • বিদ্যমান প্রশিক্ষণ ব্যবস্থার মধ্যে কেস স্টাডি, হাতে কলমে শিক্ষা ইত্যাদি অনেক ক্ষেত্রে থাকেনা কিংবা সম্ভব হয় না; • একটি নির্দিষ্ট সময়ে সমাপ্তযোগ্য ক্লাসে লেকচার মেথড বা পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিষয়বস্তুর উপস্থাপিত বিষয়ে প্রশিক্ষণার্থীদের মধ্য হতে খুব বেশি অংশগ্রহণ কিংবা বিষয়বস্তুর সাথে গুরুত্বপূর্ণ পয়েন্ট সংযোগ করার সুযোগ থাকে না। এতে চর্চিত বিষয়বস্তু সম্পর্কে সামগ্রিক অংশগ্রহণের মাধ্যমে পূর্ণাঙ্গ ধারণালাভ সম্ভব হয়না। • জ্ঞানার্জন একটি চলমান প্রক্রিয়া কিন্তু বর্তমানে কর্মকর্তাদের প্রাত্যহিক চাহিদামাফিক সহজলভ্য কোন পারস্পারিক মিথস্ক্রিয়ার কোন প্লাটফরম নেই।</span><br></p><div><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;"><br></span></div>

<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">সমস্যাটি চিহ্নিত করে এর গ্রহণযোগ্য একটি সমাধান হল ‘নলেজ শেয়ারিং প্লাটফরম’। এটি এমন একটি অনলাইন প্লাটফরম যেখানে প্রশাসনসংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের লব্ধ জ্ঞানের সন্নিবেশ করা সম্ভব হবে এবং উদ্ভূত নতুন নতুন সমস্যার উপযুক্ত সমাধান পাওয়া যায়। এখানে অনলাইনেই প্রশিক্ষণোপযোগী কোন বিষয়কে বোধগম্যভাবে উপস্থাপন ও শেয়ার করা যাবে। সম্পূর্ণ ডিজিটাল এই প্লাটফরম যেভাবে একটি গ্রহণযোগ্য সমাধান হতে পারে তা হল- • যে কোন লেকচার, ভিডিও, পাওয়ারপয়েন্ট, ডকুমেন্ট সবসময়ের জন্য এখানে সংরক্ষণ করা সম্ভব। সদস্যদের যখনই প্রয়োজন তখনই তার প্রয়োজনীয় লেকচারটি দেখে নিয়ে পূনরায় নিজেকে সমৃদ্ধ করার সুযোগ পাবেন; • কর্মকর্তারা যেমন প্লাটফরমটির মাধ্যমে শেখার সুযোগ পাবেন তেমনি যারা কোন বিশেষ বিষয়ে পারদর্শীতা অর্জন করেছেন তারাও তাদের বিশেষায়্তি জ্ঞানকে এই প্লাটফরমে শেয়ার করে অন্যদের সমৃদ্ধ করার সুযোগ করে দিতে পারবেন; • বিদেশে অবস্থানকারী কর্মকর্তারাও এতে অংশগ্রহণ করতে পারবেন; • এই প্লাটফরমে যে কোন লেকচারের উপর কমেন্ট বা রিপ্লাই করার সুযোগ থাকবে, অর্থাৎ শেয়ারিংয়ের মাধ্যমে কোন নির্দিষ্ট বিষয়ে সংযোজিত জ্ঞানলাভের সুযোগ থাকবে; • যে কোন সদস্য তার কাঙ্ক্ষিত বিষয়ে জানতে চাইতে পারবেন যা এর সকল সদস্যদের কাছে স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। যার কাছে উক্ত বিষয়ের সুনির্দিষ্ট জ্ঞান রয়েছে তিনি তার সমাধান দিতে এগিয়ে আসবেন যার মাধ্যমে নতুন কিছু জানার সুযোগ তৈরি হবে; • বাংলাকে প্রাধান্য দিয়ে টেকনিক্যাল বিষয়সমূহে ইংরেজি ভাষার সুযোগ রেখে উভয় ভাষাতেই মডিউলসমূহের কনটেন্ট/লেকচার প্রদান করা হবে। (উল্লেখ্য এটি বিসিএস প্রশাসন একাডেমি কর্তৃক প্রাথমিক নীতিগত অনুমোদিত একটি ইনোভেশন আইডিয়া)</span><br></p><div><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;"><br></span></div>