<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">অগ্নিকান্ডের ফলে অসংখ প্রাণহানী ও ক্ষয়ক্ষতির ঘটনা বাংলাদেশের বিশেষত শহরাঞলে, কলকারখানায়, উঁচু ভবনে প্রায়শই ঘটছে ভূমিকম্প আরেকটি প্রাণঘাতি দূর্যোগ যা প্রতিরোধ করা সম্ভব নয়। বিভিন্ন সময় ঘরে ধুকে ডাকাতি, সন্ত্রাসির ঘটনা ঘটছে। ফলে জিম্মি হতে বা প্রাণ হারাতে হচ্ছে অনেক নিরাপরাধ নারী ও শিশুকে। সমস্যার পেছনে কয়েকটি কারন ১। বিভিন্ন দুর্যোগময় মুহুর্তে ভবন থেকে দ্রুত বাহির হওয়ার বিকল্প কোনো পদ্ধতি নেই। ২। অধিকাংশ দালান অপরিকল্পিত। ৩। দুর্যোগ মহুর্তে প্রকৃত সংকেত এর অভাব।</span><br></p><div><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;"><br></span></div>
<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">সয়ংক্রিয় ভাবে জানালা দিয়ে একটি বাইপাস রাস্তা বা বিকল্প পথ তৈরি করবে। সতর্ক সংকেত প্রদান করবে। সংকেতটি মোবাইল ফোনেও যাবে। সংকেতের সাথে সাথে জরুরী জানালা সয়ংক্রিয় ভাবে খুলে যাবে, যা মেনুয়াল্লিও খোলা যায়। ৬ সেকেন্ড এ সয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ স্লাইড উন্মুক্ত হয়। এটি খুবই সাশ্রয়ী, যার নির্মান খরচ ১৫,০০০- ২০,০০০ টাকা। এটি উচ্চ গলনাংক সম্পন্ন ফেব্রিক এ তৈরি, ২৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও সহ্য করতে পারে। এতে প্রতি ৬০ সেকেন্ডে ২০ তলার উপর থেকে ১০০ জনকে নিরাপদে নামানো যাবে।</span><br></p><div><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;"><br></span></div>