প্রকল্প সমূহ

Development of a Functional Electric Stimulation device for footdrop patients
উচুতলা ভবনের জন্য জরুরি এক্সট্রেকশন সিস্টেম

অটোমেটিক রাস্তা ঝাড়ু মেশিন


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">সমস্যা : আমাদের দেশের রাস্তাঘাটে অনেক ধুলা,বালি ও ময়লা,আবর্জনা দেখাযায়। সেগুলোকে সিটি কর্পোরেশনের লোকদের ঝাড়ু দিতেও দেখা যায়। কিন্তু এই এনালগ (হাত ঝাড়ু )পদ্ধতিতে ঝাড়ু দিয়ে রাস্তাঘাটের ধুলা, বালি পরিষ্কারকরণ অনেক সময় সাপেক্ষ ও ব্যয় বহুল, কেননা এভাবে অনেক জনবলের প্রয়োজন। এ ছাড়া এই পদ্ধতিতে রাস্তাঘাট শতভাগ পরিস্কারও হয়না। উল্লেখ্য যে রাস্তাঘাটের ধুলা,বালি আমাদের স্বাস্থ্য ঝুঁকি সহ দৈনন্দিন জীবনের অসুখ,বিসুখ ও বিড়ম্বনার বড় একটি কারন। ধুলাবালির কারণ : ফিটনেস বিহীন বডি ছিদ্র যুক্ত বালুবাহী ট্রাক যাতায়েত,নিমাণ কাজে সঠিক নিয়ম না মানা, রাস্তায় ময়লা ফেলা,ফুটপাতে দোকান পাঠ,রাস্তাঘাটে পর্যাপ্ত ডাস্টবিন না থাকা, রাস্তা খোড়াখুরি করা ইত্যাদি। ভুক্তভোগী: শিশু থেকে বৃদ্ধ, দেশের সকল জনগণ।</span><br></p><div><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;"><br></span></div>

<p><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;">বিষয় : অটোমেটিক রাস্তার ময়লা পরিষ্কারক যন্ত্র (ঝাড়ু মেশিন )। সমস্যার সমাধান: ছবিতে উল্লেখিত আমার এই অটোমেটিক রাস্তার ময়লা পরিষ্কারক যন্ত্র (ঝাড়ু মেশিন ) টি খুবই অল্প সময়ে রাস্তার ময়লা,ধুলা,বালি পরিষ্কার করতে সক্ষম। মাত্র ১৫-২০ মিনিটে প্রায় ১ কি. মি. রাস্তা ঝাড়ু দিতে সক্ষম। অটোমেটিক রাস্তার ময়লা পরিষ্কারক যন্ত্রটি ব্যাটারি চালিত হওয়ায় খরচ নেই বললেই চলে। ১ চার্জে প্রায় ৬ ঘণ্টা চলতে সক্ষম। প্রতি চার্জে ১০ টাকার বিদ্যুৎ খরচ( প্রায় )। এই যন্ত্রটি পরিচালনা করতে মাত্র ১ জন মানুষের প্রয়োজন। আমার এই যন্ত্রটি তৈরী করতে সর্বমোট ১০ হাজার টাকা খরচ হয়েছে (পরিশ্রম বাদে, এখানে শুধু ইন্সট্রুমেন্ট খরচ ধরা হয়েছে)</span><br></p><div><span style="color: rgb(88, 102, 110); text-align: justify;"><br></span></div>