প্রকল্প সমূহ

প্রাতিষ্ঠানিক প্রসব বাড়ানো
অডিও-ভিজ্যুয়াল পদ্ধতিতে বহিঃবিভাগে সেবাগ্রহণ পদ্ধতি অবহিতকরণ

“প্রাতিষ্ঠানিক ডেলিভারী বাড়ানোর লক্ষে অদক্ষ, ধাত্রী/ দাইদের প্রশিক্ষণের মাধ্যমে প্রসূতি মা ও নবজাতকের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ”


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

আমাদের দেশে বর্তমানে ৬২% ডেলিভারী হচ্ছে বাড়ীতে। যদিও বর্তমান পদ্ধতিতে প্রসূতি মায়ের সেবা দেয়ার জন্য প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে FWV,SBA আছে, তদুপরি বাড়ীতে ডেলিভারীর অধিকাংশই সম্পন্ন হচ্ছে গ্রামের অদক্ষ,অপ্রশিক্ষিত তথাকথিত দাইয়ের মাধ্যমে। এতে করে প্রসূতি মা ও নবজাতক উভয়েই সংক্রমণ নানা রকম জটিলতা সহ মৃত্যুর শিকার হতে পারে ।এর জন্য অদক্ষ দাই/ধাত্রীদের প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণের অভাবে প্রাতিষ্ঠানিক ডেলিভারী বাড়ানো যাচ্ছে না।

• প্রথমে আমি একটি পরিবার কল্যাণ সহকারী (FWA) দের মাধ্যমে ঐ এলাকার সকল অদক্ষ ধাত্রীদের ব্যাপারে খোঁজ নিব এবং পাশাপাশি তাদের নামের তালিকা তৈরি করবো। এর পর অদক্ষ ধাত্রীদের প্রশিক্ষণের জন্য তারিখ ও ভ্যেনু নির্বাচন করবো । • অদক্ষ, অপ্রশিক্ষিত ধাত্রী/ দাইদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে ও তাদেরকে গর্ভ খালাস করার জন্য ডেলিভারী কিট সহ যাবতীয় প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করবো । অতঃপর ইউনিয়নের মিডওয়াইফ, FWV,SBA সহ নব প্রশিক্ষণ প্রাপ্ত অদক্ষ ধাত্রীদের নাম মোবাইল নম্বর, কর্ম এলাকা সহ যাবতীয় তথ্য ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে প্রাপ্তি নিশ্চিত করবো যাতে করে সেবা গ্রহিতারা সহজেই সঠিক সময়ে প্রয়োজনীয় সেবা (চিকিৎসা) পেতে পারে ।