প্রকল্প সমূহ

সহজে আউটডোর সেবা- হেলথ কার্ড প্রণয়ন (পঙ্গু, মুক্তিযোদ্ধা ও বয়স্ক রোগী )
“প্রাতিষ্ঠানিক ডেলিভারী বাড়ানোর লক্ষে অদক্ষ, ধাত্রী/ দাইদের প্রশিক্ষণের মাধ্যমে প্রসূতি মা ও নবজাতকের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ”

প্রাতিষ্ঠানিক প্রসব বাড়ানো


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

আমাদের সমাজে এখনও প্রসবটাকে গ্রামীণ জনপদে গোপনীয় বিষয় বলে ভাবে এবং হাসপাতালে গেলে তাদের সম্মান/পর্দা/গোপনীয়তার বিঘ্ন ঘটতে পারে বলে মনে করে। এর উপর পল্লী অদক্ষ দাইদের দ্বারা প্রভাবিত হয় বলে এখনও ৬২% এর অধিক প্রসব বাড়ীতে হয় ।

Ø বাংলাদেশের জনগণ বিশেষ করে গ্রামীণ জনগণের মধ্যে বাড়ীতে প্রসবের প্রবণতা বিপুল পরিমাণে বিদ্যমান এতে করে মার্তৃ মৃত্যু ও শিশু মৃত্যুর পাশাপাশি প্রসব জনিত বিভিন্ন জটিলতা যেমন- VVF, Vesicorectal fistula এবং শিশুর বিকলাঙ্গতা (বুদ্ধি ও শারীরিক) যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত হয় যা পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পার্যায়ে একটি বিরাট বোঝা