প্রকল্প সমূহ

দূরবর্তী অঞ্চলের শ্বাসকষ্ট জনিত গুরুতর অসুস্থ রোগীদের জরুরী স্বাস্থ্য সেবা নিশ্চিত করণ
প্রাতিষ্ঠানিক প্রসব বাড়ানো

সহজে আউটডোর সেবা- হেলথ কার্ড প্রণয়ন (পঙ্গু, মুক্তিযোদ্ধা ও বয়স্ক রোগী )


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

আউটডোরে লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে পঙ্গু, মুক্তিযোদ্ধা ও বয়স্ক রোগীরা কষ্ট পায়।কমপক্ষে ১ঘণ্টা ৩০ মিনিট থেকে ২ ঘণ্টা দাঁড়িয়ে থাকা লাগে। এতে করে তাদের অনেক কষ্ট হয় এবং সময় ক্ষেপণ হয়। রোগী আরও বেশি রোগ ভারক্রান্ত হয়।

• পঙ্গু, মুক্তিযোদ্ধা ও বয়স্ক রোগীদের বর্তমান টিকেটটি ১ পৃষ্ঠার ও আকারে ছোট হওয়ায় ১-২ বারের বেশি ব্যবহার করা যায় না এবং সংরক্ষণ করা যায় না। কিন্তু হেলথ কার্ড তৈরি করার পর উপরোক্ত সমস্যা গুলো থাকবে না ।