প্রকল্প সমূহ

“FWC-তে যান সেবা নিন”
দূরবর্তী অঞ্চলের শ্বাসকষ্ট জনিত গুরুতর অসুস্থ রোগীদের জরুরী স্বাস্থ্য সেবা নিশ্চিত করণ

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ বিষয়ক স্বাস্থ্য কার্ড প্রণয়ন


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

রোগীদের রোগ সম্পর্কে অজ্ঞতা, অসচেতনতা ও সময়ের স্বল্পতা এবং চিকিৎসকরা রোগীদের সাথে সময় নিয়ে কথা না বলা রোগ সম্পর্কে না বোঝানোর কারণে প্রথমবার হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ার পর পরবর্তীতে প্রায় ক্ষেত্রে রোগীদের হাসপাতাল আসতে অনীহা এবং বিলম্ব ঘটে। অনেক সময় রোগী তাঁর ব্যবস্থা পত্র নষ্ট করে ফেলে এমন কি ঔষধ সেবন করেন না ফলে রোগের ভয়াবহতা বৃদ্ধি পায়, অনেক ক্ষেত্রে মৃত্যু ঝুঁকির মধ্যে পতিত হয় ।

Ø স্বাস্থ্য সেবার সঙ্গে জড়িতদের ডায়াবেটিস ও উচ্চরক্ত চাপ রোগের বিষয়ে অবহিত করার পর স্বাস্থ্য সহকারী, গ্রাম ডাক্তার ও CHCP রা প্রথমত রোগ নির্নয় পূর্বক হাসপাতালে NCD কর্নারে প্রেরণ করবেন যা পূর্বেই হাসপাতালে স্থাপিত হবে। NCD কর্নারে রোগীর রেজিষ্ট্রশন সহ ওজন ,উচ্চতা ও পূর্বের ইতিহাস লিপিবদ্ধ করে হেলথ কার্ড দেওয়া হবে। যেখানে ২৪ মাস ব্যাপী চিকিৎসা পত্র লিপিবদ্ধ করা যাবে এবং রোগীর মোবাইল নম্বর লিপিবদ্ধ থাকবে ।রেজিস্ট্রশন করার পর রোগী কার্ড সহ নির্ধারিত চিকিৎসকের নিকট যাবেন। রোগী চিকিৎসার পর ডাক্তার সাহেব রোগীকে ১ মাস পর পুনরায় হাসপাতালে আসতে বলবেন। এছাড়া পরবর্তী হাসপাতাল ভিজিটের আগে NCD কর্নারের মাধ্যমে রোগীকে মোবাইলের মাধ্যমে জানানো হবে।