প্রকল্প সমূহ

“আদর্শ পাঠ উপস্থাপন”
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ বিষয়ক স্বাস্থ্য কার্ড প্রণয়ন

“FWC-তে যান সেবা নিন”


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

হোম ডেলিভারীর কারনে প্রতি হাজারে ২৮ জন শিশু মারা যাচ্ছে। ANC,PNC কম হয়।

Ø জনসাধারনের স্বল্পজ্ঞান ও অজ্ঞতা রোধকল্পে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সাথে আলোচনা সাপেক্ষে একটি গ্রহণ যোগ্য কেন্দ্র খোলা। Ø মোবাইল ব্যবহার করে র্ধমীয় নেতাদের সাথে গর্ভবতী মায়ের এবং মাঠ কর্মীদের লিংকেজ স্থাপন । Ø ধর্মীয় প্রতিনিধিদের সাথে আলোচনা করবো। Ø মোবাইল ফোন ব্যবহার করে চিহ্নিত সমস্যা Refdকেন্দ্রে জানানো । নবজাতক মৃত্যু রোধকল্পে ধর্মীয় প্রতিনিধিদের কাজে লাগানো । Ø গর্ভবতী মা যেখানে আছেন সেটা ধর্মীয় প্রতিনিধিদের কে অবহিত করবো। Ø প্রয়োজনে ধর্মীয় প্রতিনিধিদের তালিকা থাকবে। Ø ANC,PNC বাড়ানো- FWC Delivery বাড়ানো।