প্রকল্প সমূহ

বীমা দাবী পূরণে ভ্রাম্যমাণ সেবা
“FWC-তে যান সেবা নিন”

“আদর্শ পাঠ উপস্থাপন”


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

• পাঠদানের কাঙ্খিত মান অর্জন হয়না। • পাঠ বুঝতে না পারায় শিক্ষার্থী ঝরে পড়ে। • সঠিক ও আকর্ষনীয় ভাবে পাঠ উপস্থাপন না করা। • গতানুগতিক ভাবে পাঠদান করা। • শিক্ষকদের সঠিকভাবে পাঠ উপস্থাপন না শেখানো।

একটি টেকসই, আকর্ষনীয় ও আদর্শ পাঠ উপস্থাপনের ভিডিও শিক্ষক/সুপারভাইজারদের প্রশিক্ষণে প্রদর্শন করে প্রশিক্ষণ প্রদান করলে পাঠদান অত্যন্ত সফল হবে তথা কাঙ্খিত পাঠের মান অর্জন হবে। শিক্ষার্থী ঝড়ে পড়ার হার কমে যাবে।অর্থাৎ আদর্শ পাঠ উপস্থাপনের ভিডিও প্রদর্শনের জন্য একটি ভিডিও স্ক্রিপ্ট তৈরী করা হবে।