প্রকল্প সমূহ

ক্যাফেটেরিয়া স্টাইলে পুরস্কার প্রদান
“আদর্শ পাঠ উপস্থাপন”

বীমা দাবী পূরণে ভ্রাম্যমাণ সেবা


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

সকল মটর বীমা দাবীর ক্ষেত্রে দূর্ঘটনা অবহিত হবার পরে একজন সার্ভেয়ার নিয়োগ করা হয় দূর্ঘটনা কবলিত গাড়ীটির সার্ভে করার জন্য । এক্ষেত্রে জরীপকারীর জরীপ রিপোর্ট অনুসারে বীমা দাবীর অংক নির্ধারণ করা হয় । দাবীকৃত বীমা অংক পাওয়ার জন্য একাধিক তারিখ অতিক্রম করতে হয় ফলে বীমা গ্রহীতার বার বার অফিসে আসা লাগে । যা একটি সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় । এতে করে বীমা দাবী পূরণের ক্ষেত্রে দীর্ঘসময় লেগে যায়

Ø বীমা গ্রহীতা ফোনের মাধ্যমে দূর্ঘটনার কথা জানাবেন এবং নিকটস্থ থানায় জিডি করবেন; Ø বীমা কারী রেজিস্টার্ড জরিপকারীকে দূর্ঘটনা স্থলে উপস্থিত হতে বলবেন; Ø একই সময়ে বীমা কারী তাঁর টিম নিয়ে দূর্ঘটনা স্থলে উপস্থিত হবেন; Ø গাড়ীতে সংরক্ষিত গাড়ীর কাগজ যেমন ফিটনেস, রেজিস্ট্রেশন,ড্রাইভিং লাইসেন্স,পলিসি কপি সবকিছুই সঠিক মেয়াদের মধ্যে হলে দূর্ঘটনা স্থলেই ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে; Ø ক্ষতির পরিমাণ ৫০,০০০/- টাকার মধ্যে হলে পরবর্তী দুই কার্য দিবসের মধ্যে বীমা দাবীর চেক প্রদান করা হবে;