প্রকল্প সমূহ

“ডকুমেন্টেশন ম্যানেজমেন্ট প্রসেস”
রিকনশিলেশন অটোমেশন

“বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্ত ও প্রতিবন্ধীদের ভাতা প্রদান সহজীকরণ”


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

একই কাজ ধাপে ধাপে করার ফলে দীর্ঘ সময় ব্যয় হচ্ছে ও ভাতা গ্রহণকারীগণ সঠিক সময়ে তাদের টাকা উত্তোলন করতে পারছেনা।

• ভাতা ভোগীদের মোবাইল নম্বর ও ঠিকানা সম্বলিত একটি ডাটা বেইজ তৈরী করন। • শাখা সমূহে Advice মাধ্যমে টাকা প্রেরণ না করে EFTN এর মাধ্যমে টাকা প্রেরণ করতে হবে। • টাকা প্রাপ্তির পর ভাতা ভোগীদের হিসাবে টাকা স্থানান্তর করে sms এর মাধ্যমে তাদের অবহিত করতে হবে। • ওয়ার্ড ভিত্তিক ভাতা ভোগীদের একটি নির্দিষ্ট তারিখ উল্লেখ করে ব্যাংকে এসে টাকা উত্তোলন করার জন্য এসএমএস করা। • টাকা উত্তোলনের পর ভাতা ভোগীদের পূনরায় একটি এসএমএস এর মাধ্যমে তার ব্যাংক হিসাবের স্থিতি অবহিত করতে হবে।