প্রকল্প সমূহ

“বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্ত ও প্রতিবন্ধীদের ভাতা প্রদান সহজীকরণ”
“ডিজিটালাইজড রিবেট প্রেরণ”

রিকনশিলেশন অটোমেশন


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

v একই কাজ ধাপে ধাপে কয়েকজনকে করতে হচ্ছে, ফলে সামগ্রিক শ্রম ঘন্টা ব্যয় বেশী হচ্ছে v সঠিক/ত্রুটিযুক্ত প্রতিবেদনই প্রথমে ব্যাংকের প্রচলিত ব্যবহৃত রিকনশিলেশন সফটওয়্যারে এন্ট্রি দিয়ে পরে তা রিকনসাইল/হিসাব সমন্বয় করা হয় । v জনসাধারণকে পূর্ণ সেবা প্রদান করা হতে অনেক সময় ব্যর্থ হতে হচ্ছে ।

ম্যানুয়াল শাখা (প্রতিবেদন সমূহ সর্ম্পূণ হাতে লিখে প্রস্তুত করা হয়/স্বয়ংক্রিয় ভাবে প্রস্তুত হয়না) সমূহ দ্রুততর সময়ে ১১৫, ১১৬, ১‌১১১ এবং ১১১৪ জিএল হিসাবের মাসিক লেনদেনের প্রতিবেদন প্রস্তুত এবং এন্ট্রিকৃত তথ্যের ভিত্তিতে হিসাব সমাপনী সমূহে এই কয়টি চলমান জটিল জিএল হিসাবের নির্ভূল ও মূর্হুতে সুদ হিসাবায়ন করতে পারবে। উদাহারণ স্বরূপ: যেখানে একটি শাখায় প্রতিবেদন তৈরি করতে ১০ ঘন্টা শ্রম ব্যয় হতো সেখানে প্রতিবেদন তৈরিতে আনুমানিক মাত্র ৪৫ মিনিট হতে ১ ঘন্টা সময় ব্যয় হয়। ফলে সামগ্রিকভাবে ৯ ঘন্টা অতিরিক্ত সময় জনসাধারণকে সেবা প্রদান করা যাবে । সকল ম্যানুয়াল শাখায় এবং নিয়ন্ত্রণকারী কার্যালয়েও এপ্লিকেশনটির ব্যবহারের ফলে ব্যাংকের অভ্যন্তরীণ স্পর্শকাতর একটি প্রতিবেদন দ্রুত ও নির্ভুল ফল পাবে এবং এ কাজরে জন্য পূর্বের ব্যয়িত শ্রম ঘন্টা ৯০% সাশ্রয় হবে যা জনসাধারণের জন্য ব্যয় করা যাবে।