অভ্যন্তরীণ/বাণিজ্যিক/বাংলাদেশ ব্যাংক নিরীক্ষা আপত্তি বিষয়ক প্রত্যয়ন পত্র পেতে বিলম্ব হওয়ায় অবসর সুবিধা মঞ্জুর করতে দেরী হয়, ফলে কর্মকর্তা/কর্মচারীদের মানবেতর জীবন-যাপন করতে হয়।
• অডিট আপত্তি প্রত্যয়ন বিষয়ক সফটওয়্যার তৈরী করা। • নিরীক্ষা আপত্তি বিষয়ে ইনফরমেশন অ্যাড করার জন্য আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়ের প্রবেশাধিকার থাকবে। • বিভাগীয় নিরীক্ষা কার্যালয়ের উক্ত তথ্যকে সত্যায়ন (Authorize) করার ব্যবস্থা করা। • বিভাগীয় নিরীক্ষা কার্যালয়ে Authorize কৃত তথ্যের ভিত্তিতে HRMD-4 সংশ্লিষ্ট কর্মকর্তার দায়-দেনা নির্ধারণ পূর্বক অবসর সুবিধা মঞ্জুর করবেন।