প্রকল্প সমূহ

“অনলাইনে ভর্তি” ”
চিকিৎসায় ই-সেবা

“বাড়িতে বসে হাজিরা দিন টেনশন মুক্ত পেনশন নিন”


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

• বার বার যাতায়াতের ফলে অতিরিক্ত অর্থ ব্যয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সকল অবসর প্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের ডাটাবেইজ তৈরি করতে হবে। ৬ মাস পর উপস্থিত না হয়ে অনলাইনে IMO এর মাধ্যমে সরাসরি পেনশন হোল্ডারের সাথে আলাপ করে হাজিরা গ্রহন করা যেতে পারে। এতে পেনশনভোগীর অর্থ ও সময় বাঁচবে। IMO এর মাধ্যমে গ্রহনকৃত হাজিরা/আলাপ আলোচনা করে উপস্থিত ধরে পেনশন প্রদান করা যেতে পারে। যার কারনে পেনশন হোল্ডার জীবিত আছেন প্রতীয়মান হবে। পেনশন প্রদানে স্বচ্ছতা আসবে ও সরকারী অর্থের সুষ্ঠু ব্যবহার হবে। সর্বপরি পেনশন হোল্ডারের ভোগান্তি দূর হবে।