প্রকল্প সমূহ

তথ্য প্রদানে সহায়তায় UITRCE.
“বাড়িতে বসে হাজিরা দিন টেনশন মুক্ত পেনশন নিন”

“অনলাইনে ভর্তি” ”


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

• ম্যানুয়াল পদ্ধতি হওয়ায় ইহা শুধু অত্র অফিসে আগমনই সম্ভব । • কোর্স কোর্ডিনেটরের মর্জির উপর কিছুটা নির্ভরশীল । • অনেকদূর হতে প্রার্থীকে অত্র অফিসে আসতে হওয়ায় সময় ও অর্থ অপচয় হয় । • ম্যানুয়াল পদ্ধতি হওয়ায় প্রার্থীকে একটি কোর্সে ভর্তি হয়ে অংশগ্রহনের জন্য দুই বা ততোধিকবার অফিসে আসতে হয় ।

এনসিলিয়ারি কোর্সসমূহ যেহেতু বিশেষায়িত এবং কিছু কিছু ক্ষেত্রে সিনিয়র সিফেয়ারার্স বা নাবিকগণকেও এ সমস্ত কোর্সে অংশগ্রহণের জন্য সরাসরি অফিসে আসতে হয় তাই তারা মাঝে মাঝে বিড়ম্বনার স্বীকার হয় । নতুন পদ্ধতিতে অনলাইনে ভর্তির ব্যবস্থা থাকায় সেবাগ্রহীতার ভোগান্তি লাঘব হবে এবং প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে ।