প্রকল্প সমূহ

সোশ্যাল স্কিল সার্ভিস সেন্টার চালুকরণ
“অনলাইনে ভর্তি” ”

তথ্য প্রদানে সহায়তায় UITRCE.


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

ই-সার্ভে প্রতিটি পেজ সম্পর্কে ধারণা না থাকা, কারিগরি ও দক্ষ জনবলের অভাব। সার্ভার ডাউন, ডাটাবেইজের ব্যাকআপ না থাকার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রহণযোগ্য তথ্য দিয়ে শিক্ষকগণ জরীপ করতে পারেন না। ফলে সময়মত সঠিকভাবে তথ্য পূরণ সম্ভব হয় না এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এর ফলশ্রুতিতে বই বিতরণ, শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা ও ঝড়ে পড়া শিক্ষার্থীদের সম্পর্কে সঠিক তথ্য পূরণ সম্ভব হয় না।

• অনলাইনে তথ্য পূরণের পূর্বেই সংশ্লিষ্ট শিক্ষকদের নিয়ে কর্মশালার আয়োজন করবো। ওয়ার্কশপে সংশ্লিষ্ট শিক্ষকগণকে ইউজার গাইড লাইন ও পূর্বেই পূরণকৃত নমুনা কপি সরবরাহ করা; • কমন সিস্টেম ইন সার্ভে একটি নির্দেশিকা প্রদান করবো; • কেবল মাত্র পরিবর্তনশীল তথ্য গুলো ইনপুট দেওয়ার জন্য ব্যবস্থা করবো; • উপজেলায় ইউনিয়ন ভিত্তিক রির্সোসপুল তৈরি করবো এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবো; • সেরা রির্সোস পার্সনকে পুরস্কার প্রদানের ব্যবস্থা করবো; • বছরের শুরুতেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডাটাবেইজ তৈরির জন্য তথ্য যাচাই বাছাই করবো;