প্রকল্প সমূহ

UITRCE এর ওয়ান স্টপ ইন্টারনেট সেবা ও প্রযুক্তি লাইব্রেরী
তথ্য প্রদানে সহায়তায় UITRCE.

সোশ্যাল স্কিল সার্ভিস সেন্টার চালুকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

Ø স্কিল সম্পর্কিত ব্যবহারিক ক্লাস সমূহ যথাযত ভাবে না হওয়া এবং একই ব্যবহারিক ক্লাস /জব/কাজ বারবার না করার কারণে শিক্ষার্থীরা হাতে কলমে দক্ষতা অর্জন করতে পারে না, আত্মবিশ্বাসের ঘাটতি থাকে । এছাড়া বাস্তব সমস্যার সাথে পরিচিত হওয়ার কোন সুযোগ না থাকায় শিক্ষার্থীরা বাস্তবমুখী দক্ষতা অর্জন করতে পারে না। Learning by doing এর মাধ্যমে ব্যবহারিক ক্লাস সমূহ না হওয়ায় শিক্ষার্থীদের দৃষ্টি ভঙ্গির তেমন পরিবর্তন হয় না। ফলে সামাজিক ভাবে গ্রহণযোগ্যতা হ্রাস পায় এবং জব মার্কেটে প্রবেশে অনেক কষ্ট হয় ।

Ø শিক্ষার্থীদের মধ্যে হতে ৫-৬ জনের সমন্বয়ে এক একটি স্কিল গ্রুপ গঠন করা; Ø হাতে কলমে ব্যবহারিক ক্লাসসমূহ সম্পন্ন করা; Ø ওয়ার্কশপ এবং প্রতিষ্ঠানের উক্ত দক্ষতার সাথে সম্পৃক্ত সমজাতীয় দক্ষতা সংক্রান্ত কাজ সমূহ গঠিত স্কিল গ্রুপ দ্বারা সম্পন্ন করা; Ø সোশ্যাল স্কিল সার্ভিস সেন্টারের মাধ্যমে প্রতিষ্ঠানের আশে পাশের জন সাধারণের সংশ্লিষ্ট ত্রুটিযুক্ত যন্ত্রপাতি/মেশিন পত্রের মেরামত ও সার্ভিসিং সেবা প্রদান; Ø উক্ত সোশ্যাল স্কিল সার্ভিস সেন্টারে এ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ওয়ার্কশপের যন্ত্রপাতি ব্যবহৃত হবে; Ø ব্যবহৃত কাঁচামাল ও যন্ত্রাংশের মূল্য সংশ্লিষ্ট সেবা গ্রহণকারী বহন করবেন (জনসাধারণের ক্ষেত্রে); Ø সোশ্যাল স্কিল সার্ভিস সেন্টারে পরিচালনার জন্য অধ্যক্ষ, বিভাগীয় প্রধান ও স্কিল শিক্ষক সমন্বয়ে একটি তদারকি কমিটি থাকবে; Ø সোশ্যাল স্কিল সার্ভিস সম্পর্কে স্থানীয় পর্যায়ে প্রচারণা;