প্রকল্প সমূহ

অনলাইনে অভিযোগ নিষ্পত্তি
UITRCE এর ওয়ান স্টপ ইন্টারনেট সেবা ও প্রযুক্তি লাইব্রেরী

“আইসিটি ল্যাব এর কার্যকরী ব্যবহার”


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

• আইসিটি ল্যাবের সার্বক্ষনিক ব্যবহার না হওয়া; • সম্ভবনা থাকা স্বত্তেও প্রচার প্রচারণার অভাব; • ব্যবহার বিধি বিষয়ে অবগত না থাকা;

• এসএমএস, ই-মেইল, প্রতিষ্ঠান ভিজিট করার মাধ্যমে জনগণকে ল্যাব সম্পর্কে জানানো । এছাড়াও বিভিন্ন প্রোগ্রাম/ সেমিনারের মাধ্যমে প্রচারণা চালানো হবে । • ল্যাব ব্যবহারে ইচ্ছুক প্রতিষ্ঠানের বা NGO আবেদনের প্রেক্ষিতে ল্যাব ব্যবহারের উপযোগী কি না তা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ এবং ল্যাব ব্যবহার নিশ্চিত করা । • অর্থায়ন সংকট দূরীকরণের লক্ষ্যে যুব উন্নয়ন, UNO এবং বিভিন্ন NGO এর সাথে আলোচনা করে ICT সম্পর্কিত ফান্ডের ব্যবস্থা করার মাধ্যমে ওয়ার্কশপের আয়োজন করা যা অংশগ্রহণকারীর ICT বিষয়ক জ্ঞানকে সমৃদ্ধ করবে এবং তাদের প্রাত্যহিক জীবনে কাজে লাগবে ।