UITRCE এর সম্পদ ও কার্যক্রম সম্পর্কে প্রান্তিক জনগোষ্ঠী অবগত নয়, শিক্ষক ও শিক্ষার্থীদের মনে ICT ভীতি ও ICT শিখতে অনীহা, মানসম্মত প্রশিক্ষকের মাধ্যমে ICT প্রশিক্ষণ না হওয়ার কারণে UITRCE কার্যকরী ও সর্বোত্তম ব্যবহার হচ্ছে না। ফলে ICT প্রশিক্ষিত দক্ষ জনবল সৃষ্টি হচ্ছে না। SDG ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ব্যহত হচ্ছে ।
Ø UITRCE অফিসে সার্ভিস ম্যাপ তৈরি করা; Ø UITRCE এর সম্পদ ও কার্যক্রম সম্পর্কে প্রচার করা; Ø দৈনন্দিন জীবনে আইসিটি এর গুরুত্ব ও UITRCE এর ভূমিকা প্রান্তিক জনগোষ্ঠী, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে প্রচার করা; Ø UITRCE তে শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠান ভিত্তিক প্রোগ্রামিং ও গেমিং কনটেস্ট আয়োজন করা; Ø শিক্ষা প্রতিষ্ঠানে প্রোগ্রামিং কনটেস্ট আয়জনে UITRCE এর পক্ষ থেকে কারিগরি সহায়তা প্রদান করা; Ø সাইবার সেন্টার ব্যবহার কারীদের মাঝে আউটসোর্সিং, Learning & Earning বিষয়ে ধারণা প্রদান করা; Ø আইসিটি প্রশিক্ষণ পরবর্তি প্রতিষ্ঠান পরিদর্শন করে কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাশের ব্যবহারের উপর ভিত্তি করে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করা;