শিক্ষক স্বল্পতার কারণে একজন শিক্ষককে অতিরিক্ত ক্লাশ নিতে হয় এবং একাধিক বিষয়ে শ্রেণিকক্ষে পাঠদান করতে হয়। একজন শিক্ষকের অনুপস্থিতিতে অনেকগুলো সেশন/ বিষয়ের ক্লাশ বিঘ্নিত হয় এমনকি বন্ধ থাকে। ফলে শিক্ষার্থীদের তাত্বিক ও ব্যবহারিক পাঠ গ্রহণ যথাযথভাবে সম্পন্ন হয় না।
• বিষয়ভিত্তিক কমপক্ষে এক ধাপ উপরের ক্লাশের যোগ্য/দক্ষ স্বেচ্ছাসেবী শিক্ষার্থী বাছাইকরণ। • প্রয়োজনীয় প্রশিক্ষণ/নির্দেশনার মাধ্যমে স্বেচ্ছাসেবী শিক্ষার্থী পাঠদানের জন্য প্রস্তুতকরণ। • স্বেচ্ছাসেবক শিক্ষার্থীর সুবিধাজনক সময় বিবেচনায় রেখে (যেমন ১ম শিফটের শিক্ষার্থী ২য় শিফটে এবং ২য় শিফটের শিক্ষার্থী ১ম শিফটে) কো-টিচার হিসাবে ক্লাশ রুটিন প্রস্তুতকরণ। • স্বেচ্ছাসেবক শিক্ষার্থী তাত্ত্বিক/ব্যবহারিক ক্লাশ পরিচালনা করা।