প্রকল্প সমূহ

“পরীক্ষা চলাকালীন পরিবর্তিত পাঠদান”
প্রশিক্ষণার্থী রেজিস্ট্রেশন কার্যক্রম সহজীকরণ

“কন্টেন্ট প্রতিযোগিতা ও লাইব্রেরী”


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

কোর্স শেষে ডিজিটাল কন্টেন্ট প্রস্তুতিতে কোন এ্যাইনমেন্টের ব্যবস্থা নেই। ট্রেনিং এর পর UITRCE এর সাথে তাদের আর কোন যোগাযোগ হয় না। যারফলে শিক্ষকবৃন্দের প্রত্যকের ডিজিটাল কন্টেন্ট সম-মানের হয়না। ছাত্র।ছাত্রীরা ভালো মানের ক্লাস থেকে বঞ্চিত হয়।

Ø প্রশিক্ষণ শেষে একটি ডিজিটাল কন্টেন্ট তৈরী প্রতিযোগিতার আয়োজন। Ø প্রতিযোগীতার জন্য কন্টেন্ট প্রস্তুতিতে ৭ দিন সময় প্রদান। Ø কন্টেন্ট বাছাই শেষে ভালো কন্টেন্ট ডেভলপারগনকে পুরস্কার প্রদান। Ø অপেক্ষাকৃত মানসম্মত কন্টেন্ট নিয়ে UITRCE সেন্টারে একটি “ওপেনকোর্স” কন্টেন্ট লাইব্রেরী গঠন। Ø প্রতিটি ট্রেনিং ব্যাচ শেষে প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে “ওপেনকোর্স” কন্টেন্ট লাইব্রেরী সমৃদ্ধকরণ ও পূর্ববর্তী কন্টেন্টের মানোন্নয়ন। Ø মানসম্মত কন্টেন্ট প্রস্তুতিতে অবদানকারী শিক্ষকগনের নাম সংরক্ষণ। Ø মানসম্মত কন্টেন্ট শিক্ষকগণকে বিতরণ।