কোর্স শেষে ডিজিটাল কন্টেন্ট প্রস্তুতিতে কোন এ্যাইনমেন্টের ব্যবস্থা নেই। ট্রেনিং এর পর UITRCE এর সাথে তাদের আর কোন যোগাযোগ হয় না। যারফলে শিক্ষকবৃন্দের প্রত্যকের ডিজিটাল কন্টেন্ট সম-মানের হয়না। ছাত্র।ছাত্রীরা ভালো মানের ক্লাস থেকে বঞ্চিত হয়।
Ø প্রশিক্ষণ শেষে একটি ডিজিটাল কন্টেন্ট তৈরী প্রতিযোগিতার আয়োজন। Ø প্রতিযোগীতার জন্য কন্টেন্ট প্রস্তুতিতে ৭ দিন সময় প্রদান। Ø কন্টেন্ট বাছাই শেষে ভালো কন্টেন্ট ডেভলপারগনকে পুরস্কার প্রদান। Ø অপেক্ষাকৃত মানসম্মত কন্টেন্ট নিয়ে UITRCE সেন্টারে একটি “ওপেনকোর্স” কন্টেন্ট লাইব্রেরী গঠন। Ø প্রতিটি ট্রেনিং ব্যাচ শেষে প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে “ওপেনকোর্স” কন্টেন্ট লাইব্রেরী সমৃদ্ধকরণ ও পূর্ববর্তী কন্টেন্টের মানোন্নয়ন। Ø মানসম্মত কন্টেন্ট প্রস্তুতিতে অবদানকারী শিক্ষকগনের নাম সংরক্ষণ। Ø মানসম্মত কন্টেন্ট শিক্ষকগণকে বিতরণ।