প্রকল্প সমূহ

“কন্টেন্ট প্রতিযোগিতা ও লাইব্রেরী”
AbjvBb wd e¨e¯’vcbv

প্রশিক্ষণার্থী রেজিস্ট্রেশন কার্যক্রম সহজীকরণ


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

প্রচলিত পদ্ধতিতে বিএমটিটিআই এর হোস্টেলে ও শ্রেণিকক্ষে পৃথকভাবে রেজিষ্ট্রেশন কার্যক্রম পরিচালনার ফলে সেবা গ্রহিতা/প্রশিক্ষণার্থীগণকে লাইনে দাঁড়িয়ে হোস্টেলে রেজিষ্ট্রেশন করতে হয়। অতঃপর শ্রেণিকক্ষে ২য় বার রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা হয় বিধায় দুটো শ্রেণি অধিবেশন পরিচালনা সম্ভব হয় না। এতে প্রশিক্ষণ কার্যক্রম ক্ষতিগ্রস্থ হয়। অনেক সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বিধায় ভোগান্তির শিকার হন। রেজিষ্ট্রেশন করার সময় যেসব কাগজপত্র সরবরাহ করতে হয় তাও ভোগান্তির কারণ। এতগুলো কাগজপত্র সরবরাহ না করে মাদ্রাসা প্রধান/সভাপতির ছাড়পত্র গ্রহণ করা হলেই বিষয়টি সহজ করা সম্ভব হয়।

• খাতায় এন্ট্রির পরিবর্তে এমন একটি সমন্বিত ফরম তৈরি করা যাতে হোস্টেল ও একাডেমিক কাজে সংরক্ষণ করা হবে। • প্রশিক্ষণার্থী হোস্টেলে আসার পর পর তাদের অভ্যর্থনা কক্ষে বসিয়ে রেজিষ্ট্রেশন ফরমটি পূরণ করতে দেয়া। • অফিস সহকারী ফরমটি জমা রাখবেন, একটি সীট নম্বর প্রদান করে মেসের টাকা গ্রহণ করবেন ও চাবি প্রদান করবেন এবং প্রত্যেক বিষয়ের প্রশিক্ষণার্থীর জন্য এক একটি ইউনিক আইডি প্রদান করবেন। • হোস্টেলের সীট পূর্ব থেকেই গুছিয়ে রাখা হবে। • হোস্টেল অভ্যর্থনা কক্ষেইে ফরম এর সাথে সংশ্লিষ্ট কাগজপত্র ও ছবি স্টাপলার করার ব্যবস্থা রাখা। • রেজিস্ট্রেশন এর জন্য ছাড়পত্র, একটি ফরম ও দুই কপি ছবি গ্রহণ করা। বিদ্যমান থাকা অন্যান্য কাগজপত্র সরবারহ করতে বাধ্য না করা। • রেজিস্ট্রেশন এর জন্য ছাড়পত্র ও দুই কপি ছবি গ্রহণ করা। বিদ্যমান থাকা অন্যান্য কাগজপত্র সরবারহ করতে বাধ্য না করা।