বৎসরের বেশিরভাগ সময়ে বিভিন্ন ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারনে পাঠদান প্রক্রিয়া বন্ধ থাকে, এতে শ্রেণী পাঠদান ব্যহত হয়।নির্ধারিত সিলেবাস সম্পূর্ণ না হওয়ায় সেবা গ্রহীতারা (শিক্ষার্থী) ক্ষতিগ্রস্থ হয়। ফলে শিক্ষার্থীরা নিয়মিত পাঠদান হতে বঞ্চিত হয় এবং তাদের মাঝে হতাশা পরিলক্ষিত হয়।তারা কাঙ্খিত জ্ঞান অর্জন থেকেও বঞ্চিত হয়।উক্ত সমস্যাটির কারনে বাংলাদেশর আলিম,ফাজিল ও কামিল মাদ্রাসা যেখানে পরীক্ষা কেন্দ্র আছে, পাঠদানে বিঘ্ন সৃষ্টি হয়।
• পৃথক হলরুমে আলাদাভাবে পরীক্ষা(কেন্দ্রীয় পরীক্ষা) গ্রহণের ব্যবস্থা করা। • পরীক্ষার(অভ্যন্তরীন পরীক্ষা) সময়সূচী দুপুর ২ টা থেকে শুরু করা। • পরীক্ষা চলাকালীন সময় বিশেষ ব্যবস্থায় পাঠদান কার্যক্রম চালু রাখা।