প্রকল্প সমূহ

“ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার্থীদের প্রশাংসা পত্র/প্রত্যয়ন পত্র/চারিত্রিক সনদ প্রদান”
লবণ পানি খাবার পানি

নিরাপদ প্রসব চাই স্বাস্থ্যকেন্দ্রে চলো যাই


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

অভিভাবক ও গর্ভবতী মায়ের অসচেতনতা ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার অভাব ও হাসপাতালের প্রতিকূল পরিবেশের কারণে ৭০% এর বেশি প্রসব বাড়ীতে হওয়ায় মার্তৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার আশানুরূপ ভাবে কমছে না ।

Ø মাঠপর্যায়ে গর্ভবতী মা চিহ্নিত করে অভিভাবকসহ মাকে সচেতন করা ও প্রসূতী কার্ড প্রদান করা; Ø গর্ভবতী ডাটাবেইস তৈরি ও আপনার ডাক্তার কার্যক্রম পরিচালনা; Ø ঝুঁকিপূর্ণ মা চিহ্নিত করে তাদের ঝুঁকিপূর্ণ কার্ড প্রদান করা; Ø স্বাস্থ্যকর্মীর জন্য অভিনন্দন সূচক অনুসন্ধান ও মোটিভেশন; Ø নবজাতককে স্বাস্থ্য সুরক্ষা মূলক উপহার সামগ্রী প্রদান; Ø এর মাধ্যমে মানসম্পন্ন প্রসূতী সেবা নিশ্চিত করা ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির মাধ্যমে মার্তৃমৃত্যু ও নবজাতকের মৃত্যহার কমানো;