প্রত্যয়ন পত্র ও চারিত্রিক সনদ একজন শিক্ষার্থীর চাকুরী, উপবৃত্তিসহ বিভিন্ন কাজে প্রয়োজন হয়। সেক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে আগমন, আবেদন জমা দেয়া এবং অধ্যক্ষের স্বাক্ষর গ্রহণ করতে অফিস সহকারী ও অধ্যক্ষের উপস্থিতি ও ব্যস্ততার কারনে সময় বেশী ব্যয় হয়। কখনো কখনো প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়।এছাড়াও এইচ এস সি/ডিগ্রি(পাশ)/স্নাতক(সম্মান)/স্নাতকোত্তর পরীক্ষায় পাশ করার পর প্রশাংসা পত্র গ্রহনের জন্যও অনুরুপ ভোগান্তি হয়।
* প্রচলিত পদ্ধতিতে প্রশাংসা পত্র/প্রত্যয়ন পত্র/চারিত্রিক সনদ বিতরণের পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে প্রশাংসা পত্র/প্রত্যয়ন পত্র/চারিত্রিক সনদ বিতরণ। * একজন শিক্ষার্থী ভর্তির হওয়ার পর তার তথ্য ওয়েবসাইটে এন্ট্রি দেয়া হবে ফলে প্রত্যেক শিক্ষার্থীর আলাদা ID তৈরী হবে। * প্রত্যেক বর্ষের ফলাফল উক্ত শিক্ষার্থীর জন্য ওয়েবসাইটে এণ্ট্রি দেয়া হবে। * প্রশাংসা পত্র/প্রত্যয়ন পত্র/চারিত্রিক সনদ প্রয়োজন হলে কলেজের ওয়েবসাইটে প্রবেশ করে প্রশাংসা পত্র/প্রত্যয়ন পত্র/চারিত্রিক সনদ মেনুতে ক্লিক করে নিজের ID দিয়ে প্রশাংসা পত্র/প্রত্যয়ন পত্র/চারিত্রিক সনদ ডাউনলোড করে নিতে পারবে।