উপকূলীয় অঞ্চলের পানিতে মাত্রাতিরিক্ত লবনাক্ততার দরুন উক্ত অঞ্চলে বিশুদ্ধ পানির (খাবার পানির) সংকট অত্যন্ত প্রকট । জনগণ খাবার পানি সংগ্রহের জন্য শ্রম, সময় ও টাকা ব্যয় করে। কিন্তু এরপরও জনগণ বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করতে পারে না ।
সোলার ইউনিট স্থাপন করে চার্জ কন্টোলারের মাধ্যমে ব্যাটারী চার্জিত করি। একটি পাত্রে লবণাক্ত পানি নিয়ে চার্জিত ব্যাটারীর মাধ্যমে ফুটাই । পানি ফুটানোর ফলে উৎপন্ন বাষ্পকে শীতলীকরণ করি এবং বিশুদ্ধ পানি সরবরাহ করি। উল্লেখ্য উক্ত পানি বিশুদ্ধ করণ ইউনিটটি সহজে বহনযোগ্য, যার ফলে এই বিশুদ্ধকরন ইউনিটটি প্রত্যন্ত অঞ্চলে সহজেই ব্যবহার উপযোগী ।