প্রকল্প সমূহ

নিরাপদ প্রসব চাই স্বাস্থ্যকেন্দ্রে চলো যাই
“ভ্রাম্যমান ডিজিটাল ফসল ক্লিনিক”

লবণ পানি খাবার পানি


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

উপকূলীয় অঞ্চলের পানিতে মাত্রাতিরিক্ত লবনাক্ততার দরুন উক্ত অঞ্চলে বিশুদ্ধ পানির (খাবার পানির) সংকট অত্যন্ত প্রকট । জনগণ খাবার পানি সংগ্রহের জন্য শ্রম, সময় ও টাকা ব্যয় করে। কিন্তু এরপরও জনগণ বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করতে পারে না ।

সোলার ইউনিট স্থাপন করে চার্জ কন্টোলারের মাধ্যমে ব্যাটারী চার্জিত করি। একটি পাত্রে লবণাক্ত পানি নিয়ে চার্জিত ব্যাটারীর মাধ্যমে ফুটাই । পানি ফুটানোর ফলে উৎপন্ন বাষ্পকে শীতলীকরণ করি এবং বিশুদ্ধ পানি সরবরাহ করি। উল্লেখ্য উক্ত পানি বিশুদ্ধ করণ ইউনিটটি সহজে বহনযোগ্য, যার ফলে এই বিশুদ্ধকরন ইউনিটটি প্রত্যন্ত অঞ্চলে সহজেই ব্যবহার উপযোগী ।