• ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত উপবৃত্তি সরকার কর্তৃক ব্যবস্থাপনা না থাকা। • বাল্য বিবাহের ব্যাপারে জনসচেতনতার অভাব। • পাঠ পরিকল্পনা ও মাল্টিমিডিয়া ক্লাস রুম আকর্ষনীয় না থাকা। • দুর্বল ছাত্র/ছাত্রী ও পিছিয়ে পড়া ছাত্র/ছাত্রীদেরকে আলাদা ক্লাসের ব্যবস্থা করা ও দক্ষ শিক্ষক নির্বাচন করে পাঠদান না করা।
• টিম গঠন করতে হবে। • শিক্ষার্থীদের বাড়ি- বাড়ি গিয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় করে সমস্যা চিহ্নিত করতে হবে। • অভিভাবক সমাবেশ করতে হবে। • শিক্ষকদের কে পাঠ পরিকল্পনার মাধ্যমে ক্লাস করার ব্যবস্থা নিতে হবে। • শিক্ষকগনকে ক্লাসে মনোযোগী করতে হবে। • শিক্ষকদেরকে মাল্টিমিডিয়া ক্লাস সঠিক ভাবে নিশ্চিত করতে হবে।