প্রকল্প সমূহ

English Teaching Development Forum (ETDF).
প্রজনন স্বাস্থ্যের উন্নয়নে কিশোর কিশোরী মেলা

“উপজেলা রিসোর্স সেন্টারে প্রশিক্ষণের জন্য উপকরণ সেল গঠন”


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

এই উপকরণ বার বার তৈরী করা এবং তা সংরক্ষণ না করার কারনে একদিকে যেমন আর্থিক ক্ষতি হয় অন্যদিকে তেমনি মানসম্মত প্রশিক্ষণ কার্যক্রম ব্যহত হচ্ছে।

* শ্রেণী বিষয় ভিত্তিক উপকরণের তালিকা করা। * উপকরণ নির্বাচন করা। * প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের সহায়তায় উপকরণ প্রস্তুত করা। * প্রশিক্ষণের সময় উপকরণ সরবরাহ করা। * প্রশিক্ষণের সময় উপকরণ ব্যবহার করা হচ্ছে কিনা তা মনিটরিং করা। * মূল্যায়ন ও ফলাবর্তন প্রদান করা। * প্রতিবেদন তৈরী করে কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা।