প্রকল্প সমূহ

“উপজেলা রিসোর্স সেন্টারে প্রশিক্ষণের জন্য উপকরণ সেল গঠন”
শ্রেণীকক্ষে রুটিনভিত্তিক আনন্দদায়ক পাঠদান নিশ্চিতকরণ (Ensuring Routine Based & Enjoyable Class in the classroom )

প্রজনন স্বাস্থ্যের উন্নয়নে কিশোর কিশোরী মেলা


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা গ্রহণে যথেষ্ট সচেতনতার অভাব। এর মূল কারণ সমূহ হচ্ছেঃ • যথেষ্ট প্রচারণার অভাব; • সেবা গ্রহণে সংকোচবোধ; • পরিবারের সদস্যদের সাথে এ ব্যাপারে খোলামেলা আলোচনা ও সহযগিতার অভাব; • ধর্মীয় কুসংস্কার;

Ø বর্তমানে সেবা প্রদান প্রক্রিয়ার পাশাপাশি প্রজনন স্বাস্থ্যের উন্নয়নে কিশোর কিশোরী মেলা; Ø মেলা আয়োজনের জন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন; Ø মাইকিং করে জনগণকে মেলা সম্পর্কে অবহিতকরণ; Ø কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা সম্পর্কিত তথ্য সম্বলিত বিলবোর্ড স্থাপন; Ø স্কুল কলেজে প্রজনন স্বাস্থ্য শিক্ষা জোরদারকরণঃ -কিশোর কিশোরী মেলায় স্কুল কলেজের স্কুল কলেজের বিভিন্ন স্টল স্থাপনে উৎসাহিত করণ;