• অনুমোদন প্রক্রিয়ার দীর্ঘরূত্রিতা কারণ Allocation প্রক্রিয়াটি বর্তমানে Manual logice এ চলছে। • বর্তমানে বরাদ্ধকরনে stock position online এ না থাকার কারনে বিভিন্ন বিতরণ অফিসে Allocation দিতে TCV বৃদ্ধি পায়। • অনুমোদনের জন্য স্বশরীরে তৎবির করতে হয়, ফলে বিভিন্ন ক্ষেত্রে TCV বৃদ্ধি পাচ্ছে।
প্রত্যান্ত অঞ্চল হতে মালামাল Allocation এর জন্য ম্যানুয়াল পদ্ধ্যতিতে যেখানে ২০-২৫ দিন সময় লাগে সেখানে ই-এলোকেশন এ সময় লাগবে মাত্র ২-৩ দিন। এই উদ্দোমে একটি store-management software upgrade করে অনলাইন পদ্ধতিতে মালামাল বরাদ্ধ প্রদান করা হবে। পূর্বে একটি রিকুইজিশন ফাইল ২০ টি টেবিলে ঘুরতো। বর্তমান পদ্ধতি প্রয়োগ হলে ফাইলটি মাত্র ৪ টি ডেস্কে প্রসেস হবে এবং Allocation পদ্ধতি সম্পূর্ণ হবে।