Testing ও QC শাখায় ৩৩/৩৫ বছরের পুরনো analog setup হয়ায় দৈনদিন বিভিন্ন রুটিন টেস্ট এবং ইন্সপেকশন ত্রুটিপূর্ন হয়, Test result calculation জটিল ও অধিক সময় ব্যয় হয়। গ্রাহক প্রতিষ্ঠান সমূহ পণ্য সরবরাহ পেতে নানাভাবে হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ কারনে গ্রাহক প্রতিষ্ঠান সমূহ বেসরকারি প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করছে এবং সরকারও বিপুল পরিমাণ রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত এবং টেস্ট রেজাল্ট সম্পর্কে গ্রাহকের অনাস্থা তৈরী হয়।
Digital meter দ্বারা দ্রুততার সহিত পণ্যের টেস্ট সম্পন্ন করা হবে এবং কম্পিউটার ইন্টারফেসিং এর মাধ্যমে দ্রুত টেস্ট রিপোর্ট তৈরী করা হবে।