প্রকল্প সমূহ

“রেহেন দলিল/ বন্ধকী দলিল রেজিস্ট্রেশন সহজীকরণ” (রেহেন দলিল সহজ করি, সেবার মান বৃদ্ধি করি)
Digital testing Lab প্রতিষ্ঠার মাধ্যমে টেস্টিং সেবা প্রদান

“মোবাইল এপ্সের মাধ্যমে ফসলের আধুনিক জাত পরিচিতি”


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

Ø সময় মত সঠিক তথ্য না থাকা Ø বিভিন্ন ফসলের জাতের পরিচিতি আপডেট না থাকা Ø সঠিকভাবে কৃষক বলতে না পারা কারণঃ বিভিন্ন ফসলের আধুনিক পরিচিতি সংক্রান্ত তথ্য এক সময় একত্রে না থাকায়/পাওয়ায় কৃষক সময় মতো এ সেবা পাচ্ছে না ও সম্প্রসারণ কর্মীও যথাযথসেবা সব সময় দিতে পারেন না।

Ø প্রচলিত বিভিন্ন ফসলের জাতের তথ্য সংগ্রহ Ø কৃষি সম্পর্কিত বিভিন্ন বই ও গবেষণা প্রতিষ্ঠানের ওয়েব সাইট হতে বিভিন্ন ফসলের জাতের তথ্য একত্রে আনয়ন Ø আধুনিক ও সর্বশেষ জাত সমূহ অনর্ভূক্তসহ সফট কপি প্রস্তুত Ø কৃষকের দোরগোড়ায় পৌছানোর এপ্স তৈরি করা