Ø সময় মত সঠিক তথ্য না থাকা Ø বিভিন্ন ফসলের জাতের পরিচিতি আপডেট না থাকা Ø সঠিকভাবে কৃষক বলতে না পারা কারণঃ বিভিন্ন ফসলের আধুনিক পরিচিতি সংক্রান্ত তথ্য এক সময় একত্রে না থাকায়/পাওয়ায় কৃষক সময় মতো এ সেবা পাচ্ছে না ও সম্প্রসারণ কর্মীও যথাযথসেবা সব সময় দিতে পারেন না।
Ø প্রচলিত বিভিন্ন ফসলের জাতের তথ্য সংগ্রহ Ø কৃষি সম্পর্কিত বিভিন্ন বই ও গবেষণা প্রতিষ্ঠানের ওয়েব সাইট হতে বিভিন্ন ফসলের জাতের তথ্য একত্রে আনয়ন Ø আধুনিক ও সর্বশেষ জাত সমূহ অনর্ভূক্তসহ সফট কপি প্রস্তুত Ø কৃষকের দোরগোড়ায় পৌছানোর এপ্স তৈরি করা