রেহেন সম্পাদনের জন্য নির্ধারিত বিশেষ ফরমের কারণে ফরম ক্রয়, অধিক সংখ্যক স্বাক্ষর, অনুমোদনে বিড়ম্বনা, ফরম পূরণে জটিলতা, বালাম বই সংরক্ষণে অসুবিধা, ঋণের চেক পেতে বিলম্ব, অধিক কর্মকর্তার সংশ্লিষ্টতা, রেহেন সার্টিফাইড কপি উত্তোলনে জটিলতা সর্বোপরি ঋণগ্রহীতা ভোগান্তির শিকার হন, পাশাপাশি কর্পোরেশন/ প্রতিষ্ঠানও ঝুঁকির সম্মুখীন হয় ।
আইন কর্মকর্তা ওয়েব সাইটে প্রদত্ব নমুনা মোতাবেক ঋণ আবেদনকারীর তথ্য, প্রস্তাবিত বন্ধকী জমির তফসীল পূরণপূর্বক হার্ডকপি অনুমোদন প্রদানপূর্বক নথিতে সংরক্ষণ করবেন । দায়িত্বপ্রাপ্ত আইন কর্মকর্তা অনুমোদিত খসড়া মোতাবেক হার্ডকপি কার্টিজ পেপারে প্রিন্ট করে রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি সম্পাদনপূর্বক আবেদনকারীকে ঋণের চেক প্রদান করবেন ।