প্রকল্প সমূহ

জনবান্ধব ভেরিফিকেশন
জনবান্ধব কর্মী সৃষ্টি

সঠিক সময়ে ফোর্সদের দায়িত্বে নিয়োজিত করা


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

দায়িত্ব পালনে নির্ধারিত সময়ের অনেক পূর্বে ফোর্সেদের ডেপলয় (নিয়োজিত) করা হয়। ফলে দীর্ঘক্ষন দাঁড়িয়ে থাকার কারণে মূল দায়িত্বের পূর্বেই ক্লান্ত হয়ে পড়ে এবং যথাযথ দায়িত্ব পালন করা সম্ভব হয় না ।

Ø ডিএসবি থেকে চাহিদাপত্র পাওয়ার পরে নামসহ ফোর্সদের তালিকা তৈরি; Ø তালিকা সংশ্লিষ্ট থানায় ই-মেইলে প্রেরণ ও পুলিশ লাইন্সের নোটিশ বোর্ডে দেয়া হবে; Ø সংশ্লিষ্ট থানা পুলিশ লাইন্সের ফোর্সের সাথে নিজেরদের ফোর্সের সমন্বয় করে ডিউটি তালিকা তৈরি; Ø তালিকাটির সফট কপি পুলিশ লাইন্সের আরআই’র নিকট প্রেরণ; Ø আরআই কর্তৃক তালিকাটি নোটিশ বোর্ডে দেয়া; Ø থানায় গিয়ে ফোর্সদের দায়িত্ব গ্রহণ;