ব্যাপক চাহিদা থাকা স্বত্বেও চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হচ্ছে না। অবকাঠামো ও রিসোর্স পার্সনদের সীমাবদ্ধতা থাকার কারনে প্রশিক্ষণটি চাহিদা মোতাবেক দেওয়া সম্ভব হচ্ছে না। প্রশিক্ষণটি ২০১৬ সাল থেকে শুরু হবার পর থেকে এ পর্যন্ত ১৭টি ব্যাচে মাত্র ৪৫০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাস্টার ট্রেইনার তৈরী করে দেশের বিভিন্ন প্রশিক্ষণ ইনস্টিটিউট, যেমনঃ পিটি আই, টিটি আই ও আরপিএটিসি গুলোতে এই প্রশিক্ষণ কোর্স চালু করে অথবা ঐসব প্রশিক্ষণ ইনস্টিটিউটি এর মডিউলে অন্তর্ভূক্ত করে ব্যাপক পরিসরে এই প্রশিক্ষণ কার্যক্রম ছড়িয়ে দেওয়া সম্ভব। ফাইল কম সময়ে কম খরচে অধিক সংখ্যক প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে।