সঠিক সময়ে দ্রুত ভাবে যন্ত্রাংশ মেরামত না করা হলে কারখানার উৎপাদন ব্যাহত হয়। কারন কারখানার উৎপাদন প্রক্রিয়া এক মেশিন সাথে অন্য মেশিন সম্পৃক্ত। তাই উৎপাদন বাড়াতে যন্ত্রাংশগুলো মেরামত করে সচল রাখা প্রয়োজন।
কারখানার অভ্যন্তরে ওয়ার্কশপ আছে বিধায় ১ জন দক্ষ মেশিনিস্ট নিয়োগ দিলে কারখানার কোন যন্ত্রাংশ মেরামত করার জন্য বাহিরের ওয়ার্কশপে পাঠানোর প্রয়োজন নেই। সব ধরনের কাজ কারখানার ভিতরেই করা যাবে।এতে সময় বাঁচবে এবং দ্রুত যন্ত্রাংশগুলো মেরামত করা যাবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে।