প্রকল্প সমূহ

“অনলাইনে বিক্রয়”
স্বল্প সময়ে যন্ত্রাংশ মেরামত

“গ্রাহকের দোরগোড়ায় সরকারী পণ্য”


চিহ্নিত সমস্যা এবং প্রস্তাবিত সমাধান

q শক্তিশালী বিপণন ব্যবস্থা না থাকায়, বর্তমানে বি এস ই সি কর্তৃক উৎপাদিত পণ্য সম্পর্কে গ্রাহকের বিস্তারিত ধারণা নেই। q বি এস ই সি’র অধীনস্থ প্রতিষ্ঠানসমূহের উচ্চমান সম্পন্ন পণ্য গ্রাহকের নিকট জনপ্রিয় নয়; ফলশ্রুতিতে সরকারী প্রতিষ্ঠান সমূহের বিক্রয় প্রবৃদ্ধি অর্জিত হচ্ছে না এবং সম্মানিত গ্রাহকগণ সরকারী পণ্যের সর্বোত্তম সেবা পাচ্ছেন না। q এছাড়াও, বিভিন্ন ক্ষেত্রে সম্মানিত গ্রাহকগণ নকল ও নিম্নমানের পণ্য ক্রয় করে প্রতারিত হচ্ছেন এবং এর ফলে সরকারী প্রতিষ্ঠানসমূহের ব্যবসায়িক সুনাম ক্ষুন্ন হচ্ছে।

q বি এস ই সি আওতাধীন ৯টি প্রতিষ্ঠানের পণ্য মোবাইল Exhibition Van এর মাধ্যমে সম্মানিত গ্রাহকেগণের নিকট বিপুল ভাবে পরিচিত ও জনপ্রিয় করা হবে। q সরকারী ছুটির দিন ব্যতিত অন্যান্য দিন প্রথম পর্যায়ে রাজধানী ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে Exhibition Van অবস্থান করবে এবং বিপণন ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করবে। q বি এস ই সি অধিনস্থ গাড়ী সংযোজন কারখানা প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডে (প্র ই লিঃ) উক্ত ভ্যান তৈরী হবে, যার মাধ্যমে প্রইলি’র উন্নত সংযোজন সুবিধা গ্রাহকের নিকট প্রচার করা সম্ভব হবে। Exhibition Van-এর প্রয়োজনীয় স্টীল স্ট্রাকচার সংক্রান্ত কাজ সম্পন্ন করা হবে NTL এর প্রকৌশলীগণের মাধ্যমে এবং Electrical Wiring ও Lighting সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করা হবে যথাক্রমে ECL ও ETL এর প্রকৌশলীগণের মাধ্যমে। q বি এস ই সি এর অধীনস্থপ্রতিষ্ঠানসমূহের নিজ উদ্যোগে তৈরীকৃত Exhibition Van প্রথম ধাপে রাজধানী ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে বি এস ই সির পণ্যের প্রচার, প্রসার এবং গ্রাহকগণকে উন্নত প্রযুক্তি সম্বলিত এসকল পন্যের উৎপাদনের বিভিন্ন পর্যায় সম্পর্কে ধারণা প্রদান করবে।এর ফলে নকল ও নিম্ন মানের পণ্য সম্পর্কে গ্রাহকগণকে সচেতন করা সম্ভব হবে।